শবে বরাত নিশ্চয়ই আছে, তবে তা শাবান মাসে নয়, রমজান মাসের শেষ দশ দিনের যে কোন একদিন।
লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ১২ জুন, ২০১৪, ১১:৩৯:০২ রাত
বরাত অর্থ ভাগ্য। আরবীতে যাকে কদর বলা হয়। এই উপমহাদেশের কতিপয় লোকজন বংশানুক্রমে শাবান মাসের ১৫ তারিখে এটা মহা ধুমধামে পালন করেন। সহি হাদীস তো দুরের কথা জঈফ হাদীস দ্বারাও এটা ভালভাবে প্রমাণ করা যায় না। যেহেতু পীর সাহেব বলেছেন, সে কারনেই পালন করা। কিন্তু শবে বরাত যে নেই তা তো নয়। অবশ্যই শবে বরাত আছে। তবে তা রমজান মাসের শেষ দশদিনের যে কোন একদিন। এ দিনটা নির্দিষ্ট নয়।
শাবান মাসে আমাদের বাংলাদেশে যে শবে বরাত পালন করা হয়, তা সম্ভবতঃ মুল শবে বরাতকে খাটো করার জন্যেই।
এটা পালন করা অবশ্যই বিদআত।
আসুন এই বিদআত বর্জন করি।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শব =corpse
1. মৃতদেহ
2. লাশ
3. মড়া
noun:
1. শব
2. মড়া
3. দেহ
বরাত=Assignment
noun:
1. fortune
2. charge
3. commission
4. necessity
5. assignment
6. karma
আমাদের অজ্ঞানতা এবং বাড়াবাড়ি কিছু যুক্তিহিন বিষয়ে। এই দিন রোজা রাখা নিয়ে অনেকে খুব উৎসাহি। কিন্তু আশুরার দিন মিলিয়ে দুই-তিনটি রোজা রাখার ব্যাপারে স্পষ্ট উদাহরন থাকলেও অনেকে সেইদিন মুরগি দিয়ে খিচুড়ি খান!!!
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9146/Tarek_ctg/47241#.U5sL6Sjzu5c
মন্তব্য করতে লগইন করুন