শবে বরাত নিশ্চয়ই আছে, তবে তা শাবান মাসে নয়, রমজান মাসের শেষ দশ দিনের যে কোন একদিন।

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ১২ জুন, ২০১৪, ১১:৩৯:০২ রাত

বরাত অর্থ ভাগ্য। আরবীতে যাকে কদর বলা হয়। এই উপমহাদেশের কতিপয় লোকজন বংশানুক্রমে শাবান মাসের ১৫ তারিখে এটা মহা ধুমধামে পালন করেন। সহি হাদীস তো দুরের কথা জঈফ হাদীস দ্বারাও এটা ভালভাবে প্রমাণ করা যায় না। যেহেতু পীর সাহেব বলেছেন, সে কারনেই পালন করা। কিন্তু শবে বরাত যে নেই তা তো নয়। অবশ্যই শবে বরাত আছে। তবে তা রমজান মাসের শেষ দশদিনের যে কোন একদিন। এ দিনটা নির্দিষ্ট নয়।

শাবান মাসে আমাদের বাংলাদেশে যে শবে বরাত পালন করা হয়, তা সম্ভবতঃ মুল শবে বরাতকে খাটো করার জন্যেই।

এটা পালন করা অবশ্যই বিদআত।

আসুন এই বিদআত বর্জন করি।

বিষয়: বিবিধ

১২৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234384
১৩ জুন ২০১৪ রাত ০১:০০
সত্যবাদী ব্লগার লিখেছেন : আমার মাথা আছে >>>
শব =corpse
1. মৃতদেহ
2. লাশ
3. মড়া

noun:
1. শব
2. মড়া
3. দেহ

বরাত=Assignment
noun:
1. fortune
2. charge
3. commission
4. necessity
5. assignment
6. karma
234386
১৩ জুন ২০১৪ রাত ০১:০৩
সত্যবাদী ব্লগার লিখেছেন : হ্যা আপনার কথা ঠিক আছে সেটা রমজান মাসে। তবে তা ভাগ্য রজনি নয় যে মানুষের ভাগ্য লেখা হয় !!!
234387
১৩ জুন ২০১৪ রাত ০১:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আমাদের অজ্ঞানতা এবং বাড়াবাড়ি কিছু যুক্তিহিন বিষয়ে। এই দিন রোজা রাখা নিয়ে অনেকে খুব উৎসাহি। কিন্তু আশুরার দিন মিলিয়ে দুই-তিনটি রোজা রাখার ব্যাপারে স্পষ্ট উদাহরন থাকলেও অনেকে সেইদিন মুরগি দিয়ে খিচুড়ি খান!!!
234578
১৩ জুন ২০১৪ রাত ০৮:৩৭
তারেক_১৩৭ লিখেছেন : শবে বরাতের দিনে রোযা রাখা - হাদীসের সনদ বিশ্লেষণ এবং মুহাদ্দিসীনে কেরামের মতামত

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9146/Tarek_ctg/47241#.U5sL6Sjzu5c

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File