মিশরের নব্য ফেরাউন সিসি-কে সৌদির এজিদ আবদুল্লাহর সর্বাত্মক সমর্থন

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ০৮ জুন, ২০১৪, ১০:৫৮:৫৭ রাত



মিসরের প্রেসিডেন্ট হিসেবে আজ রোববার শপথ নিচ্ছেন সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি৷ ইতিমধ্যে সৌদি আরব তাঁর প্রতি অফুরন্ত সহায়তার আশ্বাস দিয়েছে৷ আর সিসি-বিরোধীদের প্রতি উচ্চারণ করেছে হুঁশিয়ারি৷ খবর রয়টার্সের৷

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী সিসিকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করতে মিসরীয়দের প্রতি আহ্বান জানিয়ে বার্তা দিয়েছেন সৌদি বাদশা আবদুল্লাহ৷ মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ইসলামপন্থী মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা সিসির প্রতি সৌদি আরবের পুরোদস্তুর সমর্থনের এটাই সবচেয়ে সুস্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে৷

আরব বসন্তে মিসরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্বৈরাচার সরকারের পতন ঘটে৷ মিসরে নির্বাচনে ক্ষমতায় আসে মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুড৷ ব্রাদারহুডের উত্থানে ভীত সৌদি আরব সিসির জয়কে ইতিবাচকভাবে দেখছে৷ দেশটি মনে করে, আরব বসন্তে ভর করে মিসরে ব্রাদারহুডের মতো ইসলামপন্থী সংগঠনের ক্ষমতায় আসার বিষয়টি ওই অঞ্চলে রাজপরিবার ও পারিবারিক শাসনের পথে একটা বড় হুমকি৷ সে ক্ষেত্রে সিসির শক্ত শাসনই মিসরে ব্রাদারহুডের উত্থানকে ঠেকাতে পারে৷

মরোক্কোয় অবকাশযাপনকালে বাদশা আবদুল্লাহর দেওয়া ওই বার্তার ভাষা একেবারে খোলাখুলি৷ তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলে সমস্যা সৃষ্টিকারীদের ‘শয়তানের সাহায্যকারী’ বলে উল্লেখ করেন৷

সিসির আজকের শপথ অনুষ্ঠানে সৌদি ও উপসাগরীয় বিভিন্ন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত হতে পারেন৷ এর মাধ্যমে দেখানো হবে, মিসরের সেনাবাহিনীর সাবেক এই ফিল্ড মার্শালের পক্ষে ব্যাপক আঞ্চলিক সমর্থন রয়েছে৷ বিশেষ করে আঞ্চলিক ক্ষমতার দৌড়ে ব্রাদারহুড ও তাঁদের সমর্থনকারী কাতার ও তুরস্ককে রুখতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিসর যে এককাট্টা, সেই বার্তা দেওয়া হবে৷

ব্রাদারহুডের এক বছরের শাসনামলে মিসরে শত শত কোটি ডলার ঢালা কাতারকে সিসির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি৷ আর মুরসিকে উৎখাতের পর থেকে মিসরের গণতন্ত্র নিয়ে পাশ্চাত্য বিশ্ব যে স্বস্তিতে নেই, সেই নিদর্শন হিসেবে তারা নিম্ন পর্যায়ের প্রতিনিধিদের পাঠাবে৷ আবার শপথ অনুষ্ঠানে কাতার আমন্ত্রণ না পেলেও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পেয়েছেন৷ অথচ, সিসি বা সৌদি বাদশা আবদুল্লাহ কেউই ইরানের শিয়াপন্থী শাসকদের ভক্ত নন৷ সম্ভবত সুন্নি ইসলামি আন্দোলন ব্রাদারহুডকে পছন্দ করে না বলেই আঞ্চলিক রাজনীতিতে নিজেদের ঘোর শত্রু শিয়া সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে৷

বাদশা আবদুল্লাহর বার্তায় ব্রাদারহুড বা তাদের সমর্থক কাতারের নাম সরাসরি উল্লেখ না থাকলেও আকারে-ইঙ্গিতে তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে৷ তিনি বলেন, ‘আমি শয়তানের কদর্যতার বিষয়ে আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি৷ তাদের চেহারাটা খুবই কালো৷ তারা তাদের ব্যক্তিগত স্বার্থে কাজ করে থাকে৷’

মিসর নিয়ে নাক গলানোর ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাদশা আবদুল্লাহ৷ মিসরের ব্যাপারে ‘অনধিকারচর্চাকে’ সৌদি আরবের ব্যাপারে ‘অনধিকারচর্চা’ হিসেবে দেখা হবে বলে উল্লেখ করেন তিনি৷ পাশাপাশি মিসরের অর্থনীতিকে সংকট থেকে উদ্ধারে একটি দাতা সম্মেলন করার ঘোষণা দিয়েছেন বাদশা আবদুল্লাহ৷ তিনি বলেন, ‘সিসিকে সহায়তায় যারা নিজেদের সম্পদ ব্যবহার করবে না, আমাদের মধ্যে তাদের কোনো জায়গা হবে না৷’

Click this link

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232590
০৮ জুন ২০১৪ রাত ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হোসনি মোবারক এর পক্ষেও সমর্থক কম ছিলনা। মিসরের জনগন যদি জেগে থাকে তাহলে সকল সমর্থন সত্বেয় এই জবরদখলকারির জিবন সুখের হবেনা।
232597
০৮ জুন ২০১৪ রাত ১১:৩৯
আবু জারীর লিখেছেন : ইসলামের নাম নিয়েই ইসলামের সবচেয়ে বেশী ক্ষতি করেছে একধরণের.।।।
232601
০৮ জুন ২০১৪ রাত ১১:৪৪
ভিশু লিখেছেন : সৌদী প্রিন্সদের মদ-খাওয়া, জেনা, আমোদ-ফুর্তি নিয়ে কথা বলাও খাদেমাইন শারীফাইনদের দৃষ্টিতে 'জমীনের ওপর ফাসাদ সৃষ্টি করা'! কি হবে আর এসব ফুর্তিবাজদের দিয়ে?!
232618
০৯ জুন ২০১৪ রাত ০১:১১
সাদাচোখে লিখেছেন : তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো! তোমরা ঐ ইয়াহুদী ও খৃষ্টানদের বন্ধু করো না, যারা পরস্পর পরস্পরের বন্ধু - এবং তোমাদের মধ্যস্থিত যে তাদের সাথে মৈত্রীর বন্ধনে জড়াবে, অবশ্যই সে তাদের একজনে পর্যবসিত হবে। সাবধান, আল্লাহ এই শয়তানদের পথ প্রদর্শন করেন না। (সূরা মায়িদা - ৫১। শায়খ ইমরান এন হোসাইনের ব্যাখ্যা অনুসারে)

সৌদী বাদশাহ? এন্ড গং আল্লাহর আইন অনুসারে তাদের একজনে পর্যবসিত হয়েছেন সুতরাং গাইডেন্স পাবার কোন সম্ভাবনা দেখছি না।

ধণ্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File