মিশর আবারও হুসনি মোবারকের যুগে-

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ৩০ মে, ২০১৪, ০৪:০১:৫১ বিকাল

মিশরের মুসলমানেরা ভোট না দিলেও ৯৭% (!) ভোট পেয়ে সিসি প্রেসিডেন্ট হয়ে গেছেন এবং মিশরও ফিরে গেছে হুসনি মুবারকের যুগে। সিসি আগেই ঘোষনা দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে আর ফিরতে পারবে না মুসলিম ব্রাদারহুড। আরব বিশ্ব থেকে ইসলামী আন্দোলন মুছে ফেলতে একযোগে কাজ করছে ইসরাইল ও সৌদি আরব। বিশেষ করে সৌদি আবর এক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করছে। সিসিকে কেবল কোটি কোটি ডলার যোগানই দিচ্ছে না, গোটা আরব বিশ্বে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংঘটন হিসাবে আখ্যা দিয়ে দমন নিপীড়নে কাজ করে যাচ্ছে তারা।

ইসরাইল করছে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে আর সৌদির শাসকেরা করছে বাদশাহী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যে। লক্ষ্য অভিন্ন। ইসলামী আন্দোলন নিশ্চিহ্ণ করা। কিন্তু আসলেই কি তাই?

নিউইয়র্ক টাইমসে The Brotherhood Will Be Back শিরোনামে প্রকাশিত এক নিবন্ধে ব্রুকিংস ইন্সটিটিউশনের গবেষক ও লেখক শাদী হামিদ বলছেন ভিন্ন কথা।

এখানে দেখুন।

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228361
৩০ মে ২০১৪ বিকাল ০৪:৫৭
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো লিখাটি অনেক ধন্যবাদ
228369
৩০ মে ২০১৪ বিকাল ০৫:২০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : পরিবর্তন সমাজের ধর্ম। ক্ষমতার পালাবদল ঘটবে। হয়তোবা ব্রাদারহুডের কিছু ভুল ছিল যা তাদেরকে আবার শোধরানোর সুযোগ দিলো ।
228414
৩০ মে ২০১৪ রাত ০৮:০২
সবুজেরসিড়ি লিখেছেন : একটা সংগঠন কে বিলুপ্ত করা যায় কিন্তু একটা বিশ্বাস ধ্বংস করা যায় না যার ফলেই The Brotherhood Will Be Back খুব শীঘ্রই . . .
228428
৩০ মে ২০১৪ রাত ০৯:০১
আবু জারীর লিখেছেন : ব্রাদারহুড গত টার্মে সারে ছয়মাসে বাচ্চা প্রসব করেছিল। এর আগেতো বার বার গর্ভপাত হয়েছে। আগামীতে ইনশা'আল্লা নয় মাসের পরিপূর্ণ বাচ্চা প্রসব করবে।
228516
৩১ মে ২০১৪ রাত ১২:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৯৭% হোক বা ১০০% এই নির্বাচন কোনভাবেই জনগনের সমর্থনে হয়নি।
সংঘাত ই বৃদ্ধিপাবে। কারন যে দলের প্রেসিডেন্ট ৫০% এর বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তার জনসমর্থন নাই বা তাকে পুরাপুরি ধ্বংস করার চিন্তা করাই ভুল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File