একটা 'সংসার'-এর গল্প

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ১৯ নভেম্বর, ২০১৩, ০৯:৩৫:১৫ রাত

সামান্য সামান্য বিষয় নিয়ে স্ত্রীদের সাথে যাদের ঝগড়া ফ্যাসাদ হয়, এ গল্পটা তাদের জন্যে। আপনি একজন অনেক বড় দায়িত্বশীল কর্মকর্তা। প্রচুর কাজ করতে হয় আপনাকে। কিন্তু ঘরে এসে সামান্য একটা বিষয় নিয়ে স্ত্রীর ঘ্যানর ঘ্যানর আপনার মেজাজকে কোথায় নিয়ে যেতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এ সামান্য বিষয়েই সংসারে দীর্ঘদিন অশান্তি, কাহাতক সহ্য করা যায় ?

যাক, এবার গল্পটা শুনুন।

এক ব্যবসায়ী তার ছেলেকে ব্যবসার বসানোর আগে কিছু শেখার জন্যে এক পীর (গুরু, শিক্ষক)-এর কাছে পাঠালেন। ঐ ব্যবসায়ীর যুবক পুত্র অনেক কষ্টে নদী পেরিয়ে, পাহাড় ডিঙ্গিয়ে সেই পীরের দরবারে হাজির হলো। পীরের দরবার গিয়ে সে সেখানে কোন ব্যবসায়ীকে দেখতে পেলো না। দেখলো, সেখানে অনেক সুখী লোকের সমাগম। সবাই যার যার ইচ্ছে অনুযায়ী একেক রকমের কাজে ব্যস্ত। বেশীর ভাগই আনন্দ ফুর্তিতে মশগুল। অনেক কষ্টে তিনি পীরের দেখা পেলেন। পীর সাহেব তাকে একটা ছোট্ট চামুচে দুই ফোঁটা তেল দিয়ে বললেন, এই তেল যেন পড়ে না যায়। এরপর পীর সাহেব তাকে পুরো মহল ঘুরে আসার জন্যে বললেন। ছেলেটি তা-ই করল। দুই ফোঁটা তেল সহ চামুচটা পীর সাহেবকে ফেরত দিয়ে বলল, গুরুজী আপনার কথা মত আমি পুরো মহল ঘুরে এসেছি।

পীর সাহেব সামান্য হাসলেন। বললেন, 'আমার এই মহল কয়েকশত কোটি টাকা ব্যয়ে মার্বেল পাথরে নির্মিত।এই পাথরের চমৎকারিত্বই আলাদা। এখানে যে কার্পেটগুলো রয়েছে, তা পৃথিবীর আর কোথাও নেই। এখানে আছে পৃথিবীর দামী দামী সব পেইন্টিং। বাইরের এবং ভেতরের ঝর্ণাগুলোর বৈশিষ্ট্য পৃথিবীর অন্যসব থেকে আলাদা। এসব তুমি লক্ষ্য করেছ?'

ছেলেটি বলল, ‘জ্বি না। আমি তো এসবের কিছুই খেয়াল করিনি। চামুচের দুই ফোঁটা তেলের দিকে লক্ষ্য রাখতে গিয়ে আমি সেসব দেখতে পারিনি।’

পীর সাহেব আবারও চামুচে দুই ফোঁটা তেল দিয়ে তাকে মহল দেখতে পাঠালেন। ছেলেটি এবার খুঁটিয়ে খুঁটিয়ে মহলের সৌন্দর্য্য উপভোগ করলো। তার বেশ ভালই লাগলো। পুরো মহল ঘুরে এসে পীর সাহেবকে চামুচটা ফেরৎ দিয়ে বলল, হ্যা, এবার আমি ভাল করেই সবকিছু দেখেছি।

পীর সাহেব চামুচের দিকে তাকিয়ে বললেন, ‘সেকি, তেল কোথায়?’

ছেলেটি মহল দেখতে গিয়ে তেলের দিকে আর লক্ষ্য রাখেনি।

পীর সাহেব বললেন, তোমার কাজে আমি খুশী হইনি। তুমি প্রথমে তেলের দিকে লক্ষ্য রাখতে গিয়ে এতো সুন্দর মহলটা খেয়ালই করলে না। এখন আবার মহল দেখতে গিয়ে তেলটা ফেলে দিলে। এই দুই ফোঁটা তেল হলো তোমার সংসার। আর মহলটা হলো তোমার কাজ আর পুরো পৃথিবী। কোনটাকেই এখানে খাটো করা যাবে না। সামান্য দুই ফোঁটা হলেও তেলের দিকে লক্ষ্য যেমন রাখতে হবে, তেমনি মহলটাও ভাল করে উপভোগ করতে হবে।

পাঠক, উপরের গল্পটাকে ঈশপের গল্পের মত করে একটা উপদেশ দিন।

বিষয়: বিবিধ

১৪১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File