===এগিয়ে চলো ====বাংলার নারী===

লিখেছেন লিখেছেন মোহাম্মদ জামাল উদ্দীন ২৫ মার্চ, ২০১৪, ০১:১৯:১১ দুপুর



প্রধানমন্ত্রী- নারী

সাবেক প্রধানমন্ত্রী- নারী

সংসদের বিরোধী দলের প্রধান- নারী

সংসদের স্পীকার- নারী

সংসদের হুইপও হতে যাচ্ছেন- নারী

দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্টানের বড় বড় পদে নারীরা কাজ করে যাচ্ছেন।

হে ক্ষমতাধর নারীরা! আপনাদেরকে সামনের কাতারে রেখে আমাদের দেশের এক শ্রেনীর দুর্ণিতিবাজ পুরুষ রাজনীতিবিদও ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আপনারা এখন তাদের কাছে জিম্মি। আপনারা ইচ্ছে করলেও তাদের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আপনারাও অসহায়। আমরা আম-জনতাও অসহায়।

বাংলার নারীদের কথা কিইবা বলবো। পত্রিকার পাতা উল্টালেই দেখা যায় দেশের নারীদের আসল চিত্র।

বখাটেরা মা-মেয়েকে হত্যা করে।

বখাটেরা নারীদেরকে ইভটিজিং করে।

স্বামী তার স্ত্রীকে নির্যাতন করে হত্যা করে।

সন্তান তার মাকে হত্যা করে।

শিক্ষক তার ছাত্রীর অশ্নীল ভিডিও নেটে ছেড়ে দেয়।

কর্মক্ষেত্রে নারীরা বস কতৃক নির্যাতিত হয়।

পৈত্রিক সম্পতি থেকে নারীরা বঞ্চিত হয়।

নারীদের জীবনে আরো কত ঘটনা ঘটছে। ক্ষমতাবান নারীরা কি এসব দেখে না? তাদের অন্তরে কি বাংলার নারীদের জন্য দয়া মায়া নাই?

বিষয়: বিবিধ

১৬২০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197596
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৬
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৪
147723
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : Love Struck Love Struck Love Struck
197598
২৫ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৯
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৪
147722
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : Good Luck Good Luck Good Luck
197624
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশের হাজার বেকার যুবক এর চাকরি খাচ্ছে-নারি।
শেয়ার বাজারের তেরটা বাজিয়েছে-নারি।
আরো অনেক বলা যায়। আমার কবি নজরুল ইসলাম এর কবিতার লাইন পাল্টিয়ে বলতে ইচ্ছ করে।
বিশ্বের যত অনাসৃষ্টি, চির অকল্যানকর।
সবকিছু তার করিয়াছে নারি, করেনাই কিছু নর।
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৪
147720
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : নারী শাসিত সমাজে আমরা কি দেখেতে পাচ্ছি?
197657
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:০১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : নারীরা এগিয়ে যাক সব ক্ষেত্রে তবে শালীনতার সাথে!
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৩
147718
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : এগিয়ে চলো.............
197661
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৪
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : নারীরা এগিয়ে যাক সব ক্ষেত্রে তবে শালীনতার সাথে!
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৩
147719
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : এগিয়ে চলো......
197769
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৮
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩০
148218
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : ইয়েস
197833
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
নীল জোছনা লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩০
148220
মোহাম্মদ জামাল উদ্দীন লিখেছেন : প্রতিদিন তো লিখে যাচ্ছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File