খুব মনে পড়ছে তাকে

লিখেছেন লিখেছেন আবরারুল হক ০৬ এপ্রিল, ২০১৪, ০৬:৫০:৫৪ সকাল

স্মরণীয় ৬ এপ্রিল আজ।

একজনের কথা খুব মনে পড়ছে।

বলা যায় সেই মানুষটি তার একক প্রচেষ্টায় পেশীশক্তির বিপরীতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার উপর ভরসা করে ঘুমন্ত মুসলমানদের জাগানোর মহান কাজটি করেছিলেন।

দেশের প্রায় সবাই যখন কিছু তরুণের সৃষ্ট উন্মাদনায় বিভোর, তখন তিনি সবার চোখে আঙ্গুল দিয়ে সত্যকে প্রতিষ্টার কঠিন দায়িত্ব পালন করেছিলেন।

দেশের মানুষের বৃহতাংশ যখন অন্ধের মত ছুটছিল এবং দিশা খুঁজে পাচ্ছিল না, তখন তিনি সকলের সামনে আলোর দিশা দিয়েছিলেন।

যখন বাংলার মুসলমানরা ১৮৫৭, ১৯৪৭, ৫২, ৭১, ৯০ এর চেতনাকে ভূলে রাজনৈতিক ও প্রশাসনিক পেশীশক্তির বিপরীতে দাঁড়িয়ে কিছুই করতে পারছিল না, তখন তিনি তাদের মধ্যে আন্দোলনের বীজ বুনে দিয়েছিলেন।

সবাই যখন "মোমবাতি প্রজ্জ্বলন"কে পত্রিকার শিরোনাম করতে ব্যস্ত, তখন তিনি হাজির হয়েছিলেন "ফ্যাসিবাদের পদধ্বনি" নিয়ে।

হ্যা, ঠিকই ধরেছেন।

আমি সেই মানুষটির কথা বলছি, যাকে দেখার কারণে আমি মাঝে মধ্যেই "বিদ্রোহী নজরুল"কে না দেখার আফসোস ভূলে যাই।

হ্যা, আমি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের কথা বলছি।

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203127
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৭:২০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : দুঃখ করে লাভ নেই, হেফাজতী মুমিনরা কান ধরে পালিয়ে গেছে। আর আসবে না।
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
152775
আবরারুল হক লিখেছেন : হেফাজতের কথা বলে কি হবে? হেফাজত কোন দলীয় ইস্যু নিয়ে আসে নি। তাদের দাবী ছিল প্রত্যেক প্রকৃত মুসলমানের প্রাণের দাবী।
203161
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:১১
বাংলার দামাল সন্তান লিখেছেন : লক্ষ মানুষের মত আল্লাহ্‌ আমাকেও শরীক করেছেন ৬ এফ্রিলের সেই ইসলামী বিশ্ব জাগরণ মঞ্চে।
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
152776
আবরারুল হক লিখেছেন : আমারও সুযোগ হয়েছিল সেই জাগরণে শরীক হবার, আলহামদুলিল্লাহ্‌।
203193
০৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ।
মাহমুদুর রহমানই এই সংগ্রামের প্রথম ডাক দিয়েছিলেন।
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
152778
আবরারুল হক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy
203236
০৬ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৪
হতভাগা লিখেছেন : তোমার পতাকা যাহারে দাও

তাহা বহিবারে তাহাকে দাও শক্তি


হেফাজতীয়ানরা ৬ই মে মার খাবার পর একেবারেই ভড়কে গেছে এবং বার বার স্ট্র‍্যাটিজি পরিবর্তন করেছে । বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচী দিয়েও সরকারের ডান্ডার ভয়ে ক্ষ্যামা দিয়েছে । এদের মধ্যে বিভাজনও প্রকট ।

আলেমরা সাধারণত একে অন্যকে মানে না ,বাংলাদেশে এটা আরও বেশী প্রকট । ফলে ইসলামে এত বিভাজন । কিয়ামতের আগ পর্যন্ত ৭৩ টা ভাগ হবে ।
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৭
152781
আবরারুল হক লিখেছেন : হেফাজতের সমস্যা ছিল, তারা আন্দোলন সম্পর্কে নুন্যতম জ্ঞানও রাখত না।

আর আলেমদের বিভাজন হচ্ছে সঠিক জ্ঞানের অভাব ও একগুয়েমী।
203328
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৮
152782
আবরারুল হক লিখেছেন : ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File