খুব মনে পড়ছে তাকে
লিখেছেন লিখেছেন আবরারুল হক ০৬ এপ্রিল, ২০১৪, ০৬:৫০:৫৪ সকাল
স্মরণীয় ৬ এপ্রিল আজ।
একজনের কথা খুব মনে পড়ছে।
বলা যায় সেই মানুষটি তার একক প্রচেষ্টায় পেশীশক্তির বিপরীতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার উপর ভরসা করে ঘুমন্ত মুসলমানদের জাগানোর মহান কাজটি করেছিলেন।
দেশের প্রায় সবাই যখন কিছু তরুণের সৃষ্ট উন্মাদনায় বিভোর, তখন তিনি সবার চোখে আঙ্গুল দিয়ে সত্যকে প্রতিষ্টার কঠিন দায়িত্ব পালন করেছিলেন।
দেশের মানুষের বৃহতাংশ যখন অন্ধের মত ছুটছিল এবং দিশা খুঁজে পাচ্ছিল না, তখন তিনি সকলের সামনে আলোর দিশা দিয়েছিলেন।
যখন বাংলার মুসলমানরা ১৮৫৭, ১৯৪৭, ৫২, ৭১, ৯০ এর চেতনাকে ভূলে রাজনৈতিক ও প্রশাসনিক পেশীশক্তির বিপরীতে দাঁড়িয়ে কিছুই করতে পারছিল না, তখন তিনি তাদের মধ্যে আন্দোলনের বীজ বুনে দিয়েছিলেন।
সবাই যখন "মোমবাতি প্রজ্জ্বলন"কে পত্রিকার শিরোনাম করতে ব্যস্ত, তখন তিনি হাজির হয়েছিলেন "ফ্যাসিবাদের পদধ্বনি" নিয়ে।
হ্যা, ঠিকই ধরেছেন।
আমি সেই মানুষটির কথা বলছি, যাকে দেখার কারণে আমি মাঝে মধ্যেই "বিদ্রোহী নজরুল"কে না দেখার আফসোস ভূলে যাই।
হ্যা, আমি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের কথা বলছি।
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মাহমুদুর রহমানই এই সংগ্রামের প্রথম ডাক দিয়েছিলেন।
তাহা বহিবারে তাহাকে দাও শক্তি
হেফাজতীয়ানরা ৬ই মে মার খাবার পর একেবারেই ভড়কে গেছে এবং বার বার স্ট্র্যাটিজি পরিবর্তন করেছে । বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচী দিয়েও সরকারের ডান্ডার ভয়ে ক্ষ্যামা দিয়েছে । এদের মধ্যে বিভাজনও প্রকট ।
আলেমরা সাধারণত একে অন্যকে মানে না ,বাংলাদেশে এটা আরও বেশী প্রকট । ফলে ইসলামে এত বিভাজন । কিয়ামতের আগ পর্যন্ত ৭৩ টা ভাগ হবে ।
আর আলেমদের বিভাজন হচ্ছে সঠিক জ্ঞানের অভাব ও একগুয়েমী।
মন্তব্য করতে লগইন করুন