দেশপ্রেম জিনিসটা কি?
লিখেছেন লিখেছেন আবরারুল হক ২৭ মার্চ, ২০১৪, ০৯:৩৭:১৩ রাত
"দেশ গড়তে দেশপ্রেমিক হতে হবে"
কিন্তু এই দেশপ্রেম জিনিসটা কি?
আপনি যখন সরকারী কর্মচারী, আপনি জনগনের সম্পদ যথাযথভাবে রক্ষা করবেন, জনগনকে যথাযথভাবে সেবা প্রদান করবেন। এটাই আপনার দেশপ্রেম।
আপনি যখন শিক্ষক, আপনি শিক্ষার্থীদের সঠিক বিষয়টি শিক্ষা দিবেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তাঁদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিবেন। এটাই আপনার দেশপ্রেম।
আপনি যখন কৃষক, সময়মত জমির ক্ষমতা অনুযায়ী আপনার জমি চাষ করবেন, ন্যায্য দামে ফসল বাজারে বিক্রি করবেন। এটাই আপনার দেশপ্রেম।
আপনি যখন বিচারক, কোন দলীয়/ব্যক্তিগত পরিচয় কিংবা অর্থের প্রলোভনে না পড়ে ন্যায়বিচারের সর্বোচ্চ চেষ্টা করবেন। এটাই আপনার দেশপ্রেম।
আপনি যখন সাংবাদিক, মানুষের কাছে সবসময় সঠিক খবরটি তুলে ধরবেন। দেশের সংস্কৃতির কথা বলবেন। এটাই আপনার দেশপ্রেম।
আপনি যখন আইনজীবী, আদালতে সঠিক তথ্য-প্রমাণ প্রদর্শন করে সত্য প্রতিষ্ঠা করবেন। কোন দোষীকে নির্দোষ বা নির্দোষকে দোষী প্রমাণের চেষ্টা করবেন না। এটাই আপনার দেশপ্রেম।
আপনি যখন ব্যবসায়ী, বেয়াইনি জিনিস বেচাকেনা করবেন না, কালোবাজারি করবেন না, বৈধ পণ্য মার্কেটিং করবেন। অধিক মূল্য হাকাবেন না। এটাই আপনার দেশপ্রেম।
আপনি যখন প্রকৌশলী, সঠিক পরিমাপের মাধ্যমে আইন মেনে স্থাপনা নির্মাণ করবেন। পরিবেশের ভারসাম্য যাতে ক্ষতিগ্রস্থ না হয়, এদিকে লক্ষ্য রাখবেন। এটাই আপনার দেশপ্রেম।
আপনি যখন ডাক্তার, রোগ নিরাময়ের সর্বোচ্চ চেষ্টা করবেন, অতিরিক্ত ফি চাইবেন না, যে কোন সময় মানুষের ডাকে সাড়া দিবেন। এটাই আপনার দেশপ্রেম।
আপনি যখন ছাত্র, সঠিক বিষয়টি জানার এবং জানানোর চেষ্টা করবেন। এটাই আপনার দেশপ্রেম।
আপনি যখন খেলোয়াড়, অর্থলোভ বা অন্য সবকিছুকে দূরে ঠেলে কেবল দেশের স্বার্থের দিকে চেয়ে খেলবেন। এটাই আপনার দেশপ্রেম।
আপনি যখন লেখক, দেশের জন্য লিখবেন, দেশের কথা লিখবেন, দেশের মানুষের কথা লিখবেন, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লিখবেন। এটাই আপনার দেশপ্রেম।
আসুন দেশকে ভালবাসি। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবার আগে স্ব স্ব দায়িত্ব পালন করি। কারণ এটাই যে আসল দেশপ্রেম।
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন