পৃথিবী ও বাংলাদেশ (একটি তুলনামূলক বিশ্লেষণ)
লিখেছেন লিখেছেন আবরারুল হক ২০ ডিসেম্বর, ২০১৩, ০৯:১৫:১৬ রাত
পৃথিবী ও বাংলাদেশ (একটি তুলনামূলক বিশ্লেষণ)
পৃথিবীঃ সরকার ও বিরোধী দল দেশের উন্নয়নে পরস্পর সহযোগী।
বাংলাদেশঃ সরকার ও বিরোধী দল দেশ ধ্বংসে পরস্পর সহযোগী।
পৃথিবীঃ ব্যক্তি নয়, দল বড়। আবার দল নয়, দেশ বড়।
বাংলাদেশঃ দল নয়, ব্যক্তি বড়। দেশ নয়, দল বড়।
পৃথিবীঃ দেশের উন্নয়ন নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রধান লক্ষ্য।
বাংলাদেশঃ নেত্রীর মনোরন্জন নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রধান লক্ষ্য।
পৃথিবীঃ পার্লামেন্টে কিভাবে দেশের উন্নয়ন করা যায়, দেশের নাগরিকদের বেশী সুযোগ-সুবিধা দেয়া যায় সে ব্যাপারে আলোচনা হয় এবং উন্নয়নমূলক বিল পাস হয়।
বাংলাদেশঃ পার্লামেন্টে হিংসাত্মক ইতিহাস আলোচনা, নেত্রীর মনোরন্জন, বিরোধী দলের প্রতি গালিবাচক আলোচনা হয় এবং নাগরিক অধিকার খর্ব করার এবং বিরোধী দলকে বাঁশ দিতে পারার মত বিল পাস হয়।
পৃথিবীঃ বিরোধী দল আকর্ষনীয় সব কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের মন জয়ের চেষ্টা করে।
বাংলাদেশঃ বিরোধী দল ধ্বংসাত্মক সব কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের মন জয়ের চেষ্টা করে।
পৃথিবীঃ যারা দেশের অগ্রগতির জন্য কার্যকরী পরামর্শ দিয়ে থাকেন তাদের সূশীল সমাজ বলা হয়।
বাংলাদেশঃ যারা ভিনদেশের ও নির্দিষ্ট (যে কোন) দলের হয়ে দেশকে ডোবানোর কার্যকরী পরামর্শ দিয়ে থাকেন, তাদের সূশীল সমাজ বলা হয়।
পৃথিবীঃ দেশের মানুষ তাদের রাজনীতিবিদদের নিয়ে গর্ব করে।
বাংলাদেশঃ দেশের মানুষ হাটতে বসতে রাজনীতিবিদদের গালি দেয়।
পৃথিবীঃ পুলিশ দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
বাংলাদেশঃ পুলিশ দেশের আইন শৃংখলা ভঙ্গকারী বাহিনী।
পৃথিবীঃ মেধা ও অভিজ্ঞতাই সরকারী চাকরী পাওয়ার জন্য প্রয়োজন।
বাংলাদেশঃ নেতার নৈকট্য ও সরকারী দলের পদই সরকারী চাকরী পাওয়ার জন্য প্রয়োজন।
পৃথিবীঃ Democracy is the Government Of The People, For The People, By The People.
বাংলাদেশঃ Democracy is the Government Of The PM(Prime Minister), For The PM, By The PM.
বিষয়: বিবিধ
৯৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন