স্বপ্নের বাংলাদেশ
লিখেছেন লিখেছেন আরাফাত বিন ফারুকী ০৪ নভেম্বর, ২০১৩, ১০:৫০:৪৬ রাত
বাংলাদেশ শুধু একটি নাম নয়, বরং একটি সম্ভাবনাময়ী নাম। এদেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। এদেশ সৃষ্টির পেছনে এক সুদীর্ঘ গৌরব উজ্জল ইতিহাস আছে। ১৯৭১ সালে এক মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে সুজলা সুফলা এই সোনার দেশের জন্ম। আমরা জানি একটি দেশ একক ভাবে, একক নেতৃত্ব এবং একক সংগ্রামে স্বাধীন হতে পারে না। চাই ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধ সংগ্রাম। যা আমরা দেখিয়ে দিয়েছি একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রামে বিজয়ের মাধ্যমে। এ বিজয় কোন রাজনৈতিক দলের বিজয় নয়, এ বিজয় ১৬ কোটি বাংলাদেশির বিজয়। কিন্তু বর্তমানে আমাদের রাজনৈতিক ব্যাক্তিদের আচরন এর বিপরীত, খুব দুঃখ লাগে যখন দেখি কোন জাতীয় দিবস বাংলাদেশিরা জাতীয় ভাবে পালন করতে পারে না। ভাবতেও অবাক লাগে আমরা তরুন প্রজন্ম এদের কাছ থেকে কি শিখছি? আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি বলব?
বর্তমানে বাংলাদেশের অবস্থা দেখে আমার মনে হয় বাংলার বীর সন্তানরা ১৯৭১সালের মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করে অনেক পাপ করে ফেলেছে, তাই জাতি আজ এই ভুলের মাশুল দিচ্ছে। বাংলাদেশের বীর সন্তানরা কি জন্য অস্ত্র হাতে নিয়েছিল? তা কি তারা পেয়েছে? এই সূর্য সন্তানরা কি এমন পাপ করেছে এদেশ স্বাধীন করে জাতি আজ জানতে চাই আমাদের বিশিষ্ট(?) রাজনৈতিকবিদদের কাছে? কারন তাদের স্বপ্ন ছিল না এই বাংলাদেশে ২৮শে অক্টোবরে সন্তান হারানো মায়ের কান্না, তাদের স্বপ্ন ছিলনা সাভার ট্র্যাজেডিতে লাশের পাহার, তাদের স্বপ্ন ছিলনা রক্তাক্ত শাপলা চত্বর, তাদের স্বপ্ন ছিলনা বিশ্বজিৎ হত্যাযজ্ঞ, তাদের স্বপ্ন ছিলনা BDR বিদ্রোহ। তাদের স্বপ্ন ছিল একটি সুজলা সুফলা স্বনির্ভর সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশ গড়তে আমাদের রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করতে হবে। কারন একটি দেশের অগ্রগতি এবং উন্নয়নের জন্য চাই ঐক্যবদ্ধ প্রচেষ্টা, যা আমরা হারিয়ে ফেলেছি অনেক আগে।
বিষয়: বিবিধ
১৫০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন