২০ ডিসেম্বর পর্যন্ত উপন্যাস জমা দেওয়া যাবে

লিখেছেন লিখেছেন পারভেজ রানা ০১ ডিসেম্বর, ২০১৩, ০২:৩৩:৪০ দুপুর

সময় বাড়লো উপন্যাস প্রতিযোগিতার

বই ছাপতে এবার কোনো পয়সাই লাগবে না। আপনি কী উপন্যাস লিখতে পারেন? কোনো উপন্যাসের পাণ্ডুলিপি কী তৈরি আছে? এটা কী ১৫০০০ থেকে ২০০০০ শব্দের মধ্যে? তাহলে আর দেরী না করে আজই এক কপি প্রিন্ট করে ফেলুন। পাঠিয়ে দিন বাংলাদেশ রাইটার্স গিল্ডের ঠিকানায়। আর ই-মেইল করুন এই ঠিকানায়।

পাণ্ডুলিপি বাছাই কমিটি দেখবেন আপনার পাণ্ডুলিপি। রচনা কৌশল, বাংলা বানান আর লেখার বিষয়বস্তুর উপর নির্ভর করবে আপনার লেখা প্রকাশের সম্ভাবনা। উপন্যাস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হয়ে যান শ্রেষ্ঠ নতুন লেখক। আপনার বই প্রকাশের সুযোগসহ জিতে নিন পুরস্কার।

উপন্যাস প্রতিযোগিতা

শব্দ সংখ্যা: ১৫০০০ থেকে ২০০০০ শব্দের মধ্যে।

যোগ্যতা: ইতিপূর্বে কোন উপন্যাস প্রকাশ হয়নি এমন লেখক পাণ্ডুলিপি পাঠাতে পারবেন।

বিজয়, সুতনি এমজে ফন্টে কম্পিউটার কম্পোজ করে ১৪ ফন্ট সাইজে প্রিন্ট করে এবং সিডি আকারে/ ই-মেইল করে জমা দিতে হবে পাণ্ডুলিপি।

বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ করতে হবে। শুদ্ধ বানান, রচনা শৈলী বিষয় নির্বাচন প্রভৃতি বিষয় প্রধান্য পাবে পাণ্ডলিপির মান যাচাইয়ের ক্ষেত্রে।

জমা দেওয়ার জন্য শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০১৩ ।

ইতিপূর্বে যারা জমা দিয়ৈছেন, তাদের আর দিতে হবে না।

জমা দিতে হবে এই ঠিকানায়

পারভেজ রানা

চেয়ারম্যান

বাংলাদেশ রাইটার্স গিল্ড ()

১৫২, সেনপাড়া পর্বতা, ৫ম তলা, (মিরপুর ১০, আল হেলাল হাসপাতালের কাছে)

রোকেয়া সরণি

মিরপুর, ঢাকা-১২১৬, ফোন নং: ০১৯১৩৩৩৬১২৭,

বিষয়: সাহিত্য

১৪১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File