গল্প/কবিতা/ উপন্যাস প্রকাশ
লিখেছেন লিখেছেন পারভেজ রানা ১৬ নভেম্বর, ২০১৩, ১০:২৬:২০ সকাল
যারা লেখালেখি করেন বই প্রকাশের স্বপ্ন অনেকেই দেখেন। বাংলাদেশ রাইটার্স গিল্ড নতুন লেখকদের বই প্রকাশের সুযোগ করে দিচ্ছে।
সংকলিত গল্প ও কবিতার বইয়ে অংশগ্রহণের জন্য আকর্ষণীয় সুযোগ। গল্প ও কবিতা জমা দেওয়ার সময় বাড়লো।
প্রিয় লেখক,
বাংলাদেশ রাইটার্স গিল্ড ২০১৪ বইমেলা উপলক্ষে দু'টি সংকলিত বই প্রকাশ করবে। গল্প ও কবিতার এবং একটি উপন্যাস।
গল্পের বইয়ের জন্য ১০০০-২০০০ শব্দের মধ্যে লেখা সেরা গল্পটি মেইল করুন।
কবিতার বইয়ের জন্য ২৪ লাইনের মধ্যে লেখা ৫ টি কবিতা মেইল করুন।
পাঠাতে হবে ২০ নভেম্বরের মধ্যে।
উপন্যাস প্রতিযোগিতা
শব্দ সংখ্যা: ১৫০০০ থেকে ২০০০০ শব্দের মধ্যে।
যোগ্যতা: ইতিপূর্বে কোন উপন্যাস প্রকাশ হয়নি এমন লেখক পাণ্ডুলিপি পাঠাতে পারবেন।
বিজয়, সুতনি এমজে ফন্টে কম্পিউটার কম্পোজ করে ১৪ ফন্ট সাইজে প্রিন্ট করে এবং সিডি আকারে/ ই-মেইল করে জমা দিতে হবে পাণ্ডুলিপি।
বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ করতে হবে। শুদ্ধ বানান, রচনা শৈলী বিষয় নির্বাচন প্রভৃতি বিষয় প্রধান্য পাবে পাণ্ডলিপির মান যাচাইয়ের ক্ষেত্রে।
জমা দেওয়ার জন্য শেষ তারিখ ৩০ নভেম্বর।
ইতিপূর্বে যারা জমা দিয়ৈছেন, তাদের আর দিতে হবে না।
জমা দিতে হবে এই ঠিকানায়
পারভেজ রানা
চেয়ারম্যান
বাংলাদেশ রাইটার্স গিল্ড ()
১৫২, সেনপাড়া পর্বতা, ৫ম তলা, (মিরপুর ১০, আল হেলাল হাসপাতালের কাছে)
রোকেয়া সরণি
মিরপুর, ঢাকা-১২১৬, ফোন নং: ০১৯১৩৩৩৬১২৭, ০১৭৩০৯৭৫০০৮
বিষয়: Contest_mother
২০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন