ছুটিতে বাড়ি ফেরা
লিখেছেন লিখেছেন আখদান মাহমুদ ০৩ নভেম্বর, ২০১৩, ১১:১৭:২২ সকাল
গ্রীষ্মের ছুটি মানেই আম কাঁঠাল খেতে পরিবারসহ গ্রামের বাড়ি যাওয়া। আর এই ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা মানেই আনন্দ। তবে দূরের যাত্রায় একটু অসচেতনতায় ম্লান হয়ে যেতে পারে সব আনন্দ তাই দূরের যাত্রায় নিরাপদ থাকতে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। যেমন-
বাসা থেকে বের হওয়ার আগে ঘরের সব দরজা-জানালা, ভালোভাবে বন্ধ করা,
দরজা-জানালার ত্রুটিপূর্ণ লক থাকলে যাওয়ার আগেই সারিয়ে নেয়া,
বৈদ্যুতিক মেইন সুইচ অফ করে দেয়া,
গ্যাসের চুলার চাবি বন্ধ আছে কিনা সেদিকে খেয়াল রাখা,
বাথরুম ও গোসলখানার পানির কল বন্ধ আছে কিনা সেদিকে খেয়াল করা,
বাসায় কোনো পচনশীল জিনিস রেফ্রিজারেটরের বাইরে আছে কিনা তা ভালো করে দেখে নেয়া,
বাসা থেকে বের হওয়ার আগে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো (মোবাইল, মানিব্যাগ, চমশা প্রভৃতি) ভালো করে চেক করা।
সবশেষে বাসা থেকে বের হওয়ার সময় বাড়ির মালিক বা কেয়ারটেকারকে একটু বলে বের হওয়াই উত্তম।
ভ্রমণে সর্তকতা: অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ, বাস ও ট্রেনে যাতায়াত না করা ভালো।
বাসায় কোনো ছোট শিশু (যেমন-কাজের মেয়ে) না রেখে যাওয়াই ভালো।
ঘুরতে বের হলে ছোট শিশুদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে।
বাইরের খোলা ও ধুলাবালি যুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য ভালো।
প্রসাধনী সামগ্রী ব্যবহারের পূর্বে ক্ষতিকারক ক্যামিকেল সম্পর্কে জেনে নিন। সর্বোপরি ক্ষতিকারক ক্যামিকেল যুক্ত প্রসাধনী সামগ্রী পরিহার করা ভালো।
গ্রাম থেকে ফেরার জন্য অগ্রিম টিকিট আগেভাগেই কেটে ফেলা ভালো। এতে করে আপনি থাকবের নিশ্চিন্তে।
একটু সচেতনতা ও সাবধানতা অবলম্বন করে আন্দোনময় করে তুলুন গ্রীষ্মের ছুটিতে বাড়ির পথের যাত্রা।
বিষয়: বিবিধ
১৬৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন