বই, আলোচনা। অনুকথা : মন | দর্শন | জীবন
লিখেছেন লিখেছেন সায়িদ মাহমুদ ১৫ মে, ২০১৬, ০৪:১৩:৩৬ বিকাল
“সৃজনশীল মানুষ পুনরাবৃত্তি করে না; পুনারাবৃত্তিকে সৃষ্টির রূপ দেয়”। “যখন যে অন্যায়টা সামনে আসে, তার বিপক্ষ দাড়ানোটাই সবচেয়ে বড় ন্যায়।” এমন সব ছোট কথার গভীর উপলব্দি যে বইতে ছাপা আছে, তার নাম অনুকথা : মন দর্শন জীবন
‘যা চলে গেছে তা জীবন নয়; যা আছে সেটাই জীবন” এমন কথায় যিনি সাহস যোগান তার নাম Opurbo Chowdhury ফেসবুক লিঙ্ক; [ https://web.facebook.com/opurbo.chowdhury.1000 ]
যে কথা বুঝিয়ে লিখতে আমরা অনেকের পৃষ্টার পর পৃষ্টা লিখতে হয় কিংবা ঘন্টার পর ঘন্ট বললে প্রর্পালি প্রকাশ করতে পারি না, অমন কথারা সব অর্পূব চৌধুরীর “অনুকথা : মন | দর্শন | জীবন” বইয়ের ছোট ছোট দু-লাইনের কথায় পূর্ণতা পেয়েছে একশয়ে একশ । লেখকের মতে ‘অণু’ এবং ‘অনু’ শব্দ দ্বয়ের ভিন্ন দু-অর্থ আছে । প্রথমটি বোঝায় অল্প বা ক্ষুদ্র অর্থে, আর অনু কথার অর্থ বুঝায় পশ্চাৎ বা পেছনের অর্থে। আমি বলবো অনুকথায় লিখা হয়েছে; সেই পেছনের কথা, আড়ালের কথা, জীবনের ভেতর আরেক জীবনের কথা। যে কথা প্রায় মানুষের সুপ্ত মননে লুকিয়ে থাকে, চেনা জানা এক জীবনের ভেতর আরেক যাপিত জীবনের কথা যে বেইতে ফুটে উঠেছে তার নামও #অনুকথা। যে জীবনকে আমরা মানতে পারি না, কিন্তু বুঝতে পারি, জীবনের জট ভাঙ্গতে ভা্ঙ্গতে। এমন জীবনই কালো কালো অক্ষরের ছোট ছোট লাইনে ছাপিত হয়েছে #অনুকথা নামক বইটাতে। রূচিশীল পড়ুয়া সু-মানুষরা জীবনের বর্ণালী উপলব্দি মিলিয়ে নিতে পারবেন যে বইয়ের পরতে পরতে সেই বইটির নামও “অনুকথা : মন | দর্শন | জীবন” #অনুকথা মানুষের বোধ কে মোডিফাই করেছে এই লিখে যে; “গভীর চিন্তার আর্কষণ কম; কম আকর্ষণীয় চিন্তার গভীরতা কম” । আমি মনে করি এত অল্প লিখায় বড় র্অথ মিন করতে পারা লেখকের নাম; “অনুকথা : মন | দর্শন | জীবন” দরকারি কথাটি ছোট হলে ভালো, বাকি সব কথার যত আলো’ অল্প ভাষি; সু-মানুষ হবার এমন সাজেশন পূর্ণ সব উক্তিতে ভরপুর যে বই তার নামও #অনুকথা : মন | দর্শন | জীবন। “ভালো বই জন্ম নেয়; জনপ্রিয় বইগুলো তৈরি করা হয়” । এতদিন যে কথাগুলো মনের গহিনে জটলা ছিল ওসব জ্যামীতিক অনুভব শব্দে, বাক্যে দুত্যি ছড়িয়েছেন যে বইতে তার নাম #অপূর্ব চৌধুরী লিখিত #অনুকথা” ‘প্রতিটা জীবনই এক একটি জীবন্ত বই; কারো কারো বাধাই করা, কারোটা ছেড়া পাতা” মন, দর্শন এবং জীবন- এই-ত্রয়ী বোধে অনুকথার এক কথা।
আমার সংগ্রেহে থাকা জীবনবোধের বইগুলোর মধ্যে নিসন্দেহে এটি একটি প্রাইম নম্বর, এবং চোখে অন্যতম ভাল বই । ছোট্র অতচ্ ব্যাস্ত এই জীবনকে কতটুক গভীরভাবে উপলবদ্ধী করতে পারলে এমন একটা সুন্দর বইয়ের সৃষ্টি করা যায়; #অপূর্ব চৌধুরী এই বইটি না পড়লে এটা হয়তো আমি বুঝতেই পারতাম না। উপলব্দির গভীর বোধ এবং সুন্দর শব্দরা সব এখানে র্বষার উজানি কৈ মাছের মতন কিলবিল কিলবিল করেছে। এইবারের বই মেলায় “অনুকথা : মন | দর্শন | জীবন
দ্বিতীয় খন্ড বেরিয়েছে”
লেখক : অপূর্ব চৌধুরী
প্রচ্ছদ : অপূর্ব চৌধুরী
আগামী প্রকাশনী (01790586362)
প্যাভিলিয়ন নং ছিল: ১১
অমর একুশে গ্রন্থমেলা, ২০১৬
বিষয়: বিবিধ
১৫৮২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন