বসন্তের ‍উচ্ছ্বাস দোলা দেয় প্রাণে।

লিখেছেন লিখেছেন সায়িদ মাহমুদ ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:২০:০৭ রাত

দেখতে দেখতেই পৌষ-মাঘ শেষে চলে এলো ফালগুন। এই ফালগুনই হলো বসন্তের প্রথম মাস।



উঠোনের আম গাছটাই তার সাক্ষি, ময় মুরুব্বিদের কাছে শুনেছি যখন আম গাছে বোল আসে তখন থেকেই বসন্ত শুরু হয়। বই পুস্তকেও পড়েছি আমের মুকুল হলো বসন্ত দূত। যদিও সব আমগাছ গুলোতে এখনো তেমন দৃশযামন আমের বোল বা মুকুল পড়েনি। কিন্তু কেল্যান্ডারের পাতা সক্ষিদেয় আম গাছে বোল আসুক কিংবা আমের মুকুল নাই বা পড়ুক তবুও আজ বসন্ত।



৬-ঋতুর বাংলাদেশ বাতাসে হেলে দুলে মায়াবী যে ঋতুটি এসেছে তার নাম বসন্ত। এ ঋতুতে নানান দিকের ঝিরঝিরে হাওয়ায় বাংলার নিসর্গ শ্যমলিমার সাথে দিগন্ত সহ সমগ্র প্রকৃতি নতুন করে সজ্জিত হয়। ফালগুন থেকে চৈত্র মাস জুড়েই বসন্তকালের ব্যাপ্তী, বসন্তের শরীর ঝুড়ানো আবহাওয়ায় পুষ্টহই পুষ্ট হয় প্রধান ফসল বারো ধান, যব, মসুর, ও আখ প্রিয় সবজী পুইলতা, সাজনা ও ঝিয়ে। শীতের নির্যাতনে পাতা হারানো উলঙ্গ বৃক্ষরা সব ফুলে পাতায় নব পল্লবে শোভিত হয় অর্জুন, অপরাজিতা, দেবদারু, শাল, শিমুল, বকুল, পারুল, পিয়াল, মহুয়া মাধবীলতা, রক্তকরবী, জংলী বাদাম সহ হরেক রকম উদ্ভিদ।

বসন্তে বাচ্ছা দেয় দোয়েল, টিয়া, শকুন প্রসবিনী হয় ঘড়িয়াল,



ঘড়িয়াল।

বংশবিস্তার করে নানান প্রজতীর পাক, প্রাণী। বসন্তের ফুলে-রূপে-রসে আশ্চর্য বাংলাসাহীত্য, বসন্তের বাতাসে মাতাল হয়েছেন বহু জ্ঞানি গুনি সুধীজন বাদপড়েননি মহা কবি রবিন্দ্রনাথ, নজরুল, আল মাহমুদ কেউই।

বসন্তের বর্ণনা দিতে গিয়ে

জাগরণের কবি



নজরুল লিখেছেন

কুহেলির দোলায় চড়ে এল ওই কে এলরে? মকরের কেতন উড়ে শিমুলের হিঙ্গুল বনে। তার রঙ্গের আবেশ লাগে চাঁদের চোখে তার লালসার রং জাগে রাঙা আকাশে। তার রঙিন নিশান দুলে কৃষ্ঞচুড়ায়। তার পুষ্পধনু দোলে শিমুল শাখায় তার কামনা কাঁপে গো ভোমরা পাখায় সে খোপাতে বেলফুলের মালা জড়ায়। সে কুসমি শাড়ি পরায় নীল-বসনায় সে আধার মনে জ্বলে লাল রোশনাই সে শুকনো বুকে ফাগুনের-আগুন ধরায়।

আবার রেনেসার কবি



আল মাহমুদের বর্ণনায় বসন্ত এসেছে

“হঠাৎ শীতের শেষে ফাল্গুনের ফুটন্ত আকাশ

সাহসী দৈজমলো এমনভাবে, ভাবলাম, বঙ্গোপসাগর উদ্ধৃত্ত জ্বলের কণা পাঠিয়েছে আগেই এ মাসে”ত্যের মত অভাবিত মেঘের আসর


বিশ্ব কবি রবিন্দ্রনাথের কাছে



বসন্ত এসেছে নানান ঢংয়ের বর্ণনায় বসন্তের বাতাস রয়েছে

সুনীল আকাশ-পরে

শুভ্র মেঘের থরে থরে

শান্ত যেন রবির আলোক

পাখিরা ঝড়িছে পাখা

কপিছে তরুর শাখা

খেলাইছে বালিকা বালকে।


এভাবেই যুগে যুগে সহিত্যে বিষারদরা নানান শব্দে নানান কায়দায় নানান ভাষায় গেয়েছেন বসন্তের জয় গান।

তাইতো বসন্তকে বলাহয় ঋতুর রাজা ”বসন্ত ”

বাংলা সন মতে বসন্তের আজকের বয়স ১২দিন ১৪২০ বছর।


আজকের এই দিনে রহমানুর রহিম আল্লাহার কাছে সু-সাস্থ্যর প্রার্থনা রইলো আমীন ছুম্মা আমীন।

বিষয়: সাহিত্য

২৩৪৯ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182184
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪২
মোঃজুলফিকার আলী লিখেছেন : ধন্যবাদ। আমাদের জীবনেও নতুন বসন্তের ধারা প্রবাহিত হোক। প্রাণ সঞ্চার হোক আরেক বসন্তে।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০১
134678
সায়িদ মাহমুদ লিখেছেন : আপনার অনুপ্রেরণার তোড়ে প্রকৃতির সাথে সাথে মনেও বসন্তের দোলা লেগেছে “জুলফিকার” বদ্দা। শুকরিয়া এতো সুন্দর অনুপ্রেরণা দেওয়ার জন্য্।
182186
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৩
আওণ রাহ'বার লিখেছেন : চমৎকার পোষ্ট ভাই।
অনেক ভালো লাগলো ।
বিশেষ করে কবি নজরুল এর ছবিটা দেখলেই মনটা ভালো হয়ে যায়।
ধন্যবাদ ভাই
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৭
134679
সায়িদ মাহমুদ লিখেছেন : ”সাহিত্যের উৎস” সেই যে আপনার একটা পোষ্ট পড়েছিলাম তখন থেকেই আপনার ওয়ালে ডু মারি। সেই প্রিয় মানুষ আমার ওয়ালে এসছে এতে আমি যারপরাণই খুশি তাও আবার অনুপ্রেরনা নিয়ে। আপনার জন্য শুভকামনা রইলো। অল-দ্যা বেষ্ট।
182196
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৪
সজল আহমেদ লিখেছেন : লেখার ভাব খুবই সুন্দর।লেখার সময় বোধ হয় একটু অন্যমনষ্ক ছিলেন।কিছুটা বানান ভুল হয়েছে যার কারনে রচনাটা কিছুটা সৌন্দর্য হারিয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১২
134680
সায়িদ মাহমুদ লিখেছেন : হ্যা ”সজল” ভাই আমি জানি আমার লিখায় বানান ভূল হয়। তবুও লিখি কারণ আপনারা এক আধটু পাম্প/পট্টি মারেন এটার লোভেই লিখি। তবে চেষ্টা করবো নেক্সট পোষ্ট গুলোতে আরো সচেতন হওয়ার। মনেহয় পারবোনা কারণ যখন লিখি তখন আর কারেকশান করার থর সয়না পোষ্ট করার জন্য মন উসকু খুসকো করে।
182243
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৩
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৪
134734
সায়িদ মাহমুদ লিখেছেন : গোলাপ! “প্যারিস” ভাই? আমারে দিলেন গুলাপ এ যেন ওলোবনে মুক্তা ছড়ানো। যাওক তারপও শুকরিয়া ”প্যারিস”বদ্দা দিয়েছেন আমারে গোলাপ।
182246
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৫
সজল আহমেদ লিখেছেন : তাতো করবেই।তবে লেখার পর একবার হলেও চেক করে নিবেন।ধন্যবাদ ভাইজান।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৫
134737
সায়িদ মাহমুদ লিখেছেন : ”সজল”ভাই ? চেকযে করিতে হয় তা আমি বুজি কিন্তু মানতে পারিনা।
182251
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৬
মুমতাহিনা তাজরি লিখেছেন : চমৎকার পোষ্ট ভাইয়া। অনেক ভালো লাগলো।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৫
134754
সায়িদ মাহমুদ লিখেছেন : আমার ছোট দু-ভাইয়ের পরই পর পর তিন তিনটে ছোট বোন আছে বড়টার বয়স ১১ বছর সামথিং আমার তিনটে বোনের আজান দিয়েছি আমি নামও রেখেছি আমি সেই আদরের বোনরাও আজতাক ”ভাইয়া”ডাকেনি। ভাইজান ডাকে। ভাইয়া ডাকা শুনার যে অপূর্ণতা এতদিন ছিল তার কিছুটা আজ পূরণ হয়েছে। এটা কিন্তু ভূল/ভাল লিখি বলেই সম্ভব হয়েছে শ্রদ্ধেয় বোন ”মুমতাহিনা”শুকরিয়া স্পেশিয়ালি এমন মেলডি একটি ডাক ”ভাইয়া” সম্বোধন করার জন্য।
182260
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২২
আমি চাঁদপুরি লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৭
134757
সায়িদ মাহমুদ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও আপনার এই প্রেরণা ব্লগে লিখার প্রেরণা হিসেবেই নিলাম। শুকরিয়া আমার উঠোনে এসে দেখে মন্তব্য করার জন্য।
182269
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার প্রিয় কবি আল মাহমুদ দিয়ে সাজিয়েছেন পোস্ট তাই সুন্দরের পরিধি অনেক বেশি
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩২
134762
সায়িদ মাহমুদ লিখেছেন : আপনি ধন্যবাদ দিবোনা। আপনি আল-মাহমুদ সাহেবের গুঞ্জন করেছেন। আমারে কোন পাম্প পট্রি মারেননি, এটা ঠিক নয় কষ্ট করলাম আমি ক্রেডিটটা দিয়েদিচ্ছেন ”আল-মাহমুদ” সাহেবকে। আপনি ভিষন রকম স্বজনপ্রিয় মানুষ। ফেসবুকের অনলাইনে পাইলে কিন্তু কইজ্জা কইরাম কয়াদিলাম কিন্তু!
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৫
134780
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি অনেক সুন্দর লিখেছেন জনাব
182300
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৭
বৃত্তের বাইরে লিখেছেন : আমাদের শীত এত লম্বা যে ঋতু বৈচিত্র্য উপভোগ করাটা ম্যাজিকের মত মনে হয়। ভালো লাগলো প্রিয় কবিদের বসন্ত নিয়ে ভাবনাগুলো। ধন্যবাদ আপনাকে Good Luck Rose Happy
১০
182303
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৭
সায়িদ মাহমুদ লিখেছেন : আপনার মতামত জানানোর সাথে সাথে ধন্যবাদও দিলেন, তৈ আপনাকেও তো আমার একটা ‍কিছু দিতে হয় ”বৃত্ত” বদ্দা? আচ্ছা! আপনার জন্য দিলাম
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৩
134924
আওণ রাহ'বার লিখেছেন : Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out মন্তব্য হয়ে গেছে।
জবাব হয়নি
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:১৮
135249
বৃত্তের বাইরে লিখেছেন : অনেক ধন্যবাদ রাহ’বার কেHappy Love Struck রোজা, আরোহী আপুদের দেখা নেই কেন! তারা কি এখনও অসুস্থ! তানিন, পাতা, কবিতাপু, ঝিঙে তাদের সাথে এই আপুরাও কি নিখোঁজের খাতায় নাম লিখলো!!
১১
182433
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৯
সিটিজি৪বিডি লিখেছেন : এই দুর প্রবাসে বসন্ত নাই....
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১২
134939
সায়িদ মাহমুদ লিখেছেন : প্রাবাসে নাইতো কি হয়েছে, চেষ্টা করেন মনে বসন্ত ঠিকই আসবে "সিটিজি" বদ্দা।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
135040
সিটিজি৪বিডি লিখেছেন : চেষ্টা করে ও আনতে পারছি না ভাই..কারণ চারিদিকে শুধুই মরুভূমি.............
১২
182434
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০০
ইমরান ভাই লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৩
134940
সায়িদ মাহমুদ লিখেছেন : "ইমরান" ভাই? আপনার ভাল লেগেছে জেনে আমারো খুশি লাগলো ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫২
134957
ইমরান ভাই লিখেছেন : ভাই এর পরে আবার ? কেন Surprised Surprised Surprised
১৩
182476
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : অনেক সুন্দর উপস্থাপন, ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
134942
সায়িদ মাহমুদ লিখেছেন : শুকরিয়া for "দামাল" বদ্দা।
১৪
182538
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৭
আলোর আভা লিখেছেন : আপনার লেখা পড়ে আমিও আপনার ফ্যান হয়ে গেলাম ।অনেক ভাল লাগল ধন্যবাদ ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
135041
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও হয়ে গেলাম।
১৫
182932
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৮
আহমদ মুসা লিখেছেন : বসন্ত আগমণ মুহুর্তে আপনার এই লেখাতেও যেন বসন্তের জোয়ার এসেছে। ধন্যবাদ আপনাকে, নিয়মিত লেখালেখি চালিয়ে যান।
১৬
183298
২৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৫
সায়িদ মাহমুদ লিখেছেন : চেষ্টা করেছি, কিন্তু মনেহয়নি প্রপারলি জোয়ার আনতে পেরেছি। তবুও আপনাদের অনুপ্রেরণাকে পুজি করে চেষ্টা করছি। আপনাকেও অকৃত্ত্বিম শুভেচ্ছা এভাবে অনুপ্রাণিত করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File