গর্ভবতী মায়েদের জন্য মারাত্বক ক্ষতিকর Computer ব্যাবহারের Effect
লিখেছেন লিখেছেন সায়িদ মাহমুদ ১৭ নভেম্বর, ২০১৩, ০২:১৯:০২ দুপুর
বর্তমান বিশ্বব্যবস্থায় Computer এর অবদান ও ব্যবহার ব্যাপক, অনুসন্ধানিৎসুদের কাছে Computer এর আকর্ষণ, আবেদন অন্য যেকোন কিছুর চেয়েও বেশি বরাবরই ছিল, আছে, থাকবে। সেই সব অনুষন্ধান ও আবেদনের কৌতুহল মিঠাতে গিয়ে দৈনন্দিন জীবনের উল্লেখযোগ্য একটি Long time সময়ও ব্যায় হয় Computer এর সাথে, Computer মানুষের অসাধ্যকে সাধনে উপকার করে যেমন, তেমন অপকারও করে। কথায় আছে প্রত্যেক ক্রিয়ারই বিপরত প্রতিক্রিয়া আছে তেমনি Computer ব্যবহারে সুফলের পাশাপাশি কিছু কুফলও আছে। যেমন:
গর্ভবতীদের জন্য Computer ব্যবহার করা ক্ষতিকর।
গর্ভবতী মহিলাদের Computer'এ কাজ করা মোটেই উচিত নয়। গবেষণায় দেখা গেছে গর্ভবতী মহিলাদের মধ্যে যারা ২০ ঘন্টারও বেশি Computer ব্যবহার করেছেন। তাদের still-born শিশু
Micrariases,
Pr-mature এবং হয়েছে। কমপিউটারের Electromagnetic Radiation রশ্মি এবং অন্যান্য কারণ এর জন্য দায়ী। তাই গর্ভবতী মহিলারা Computer ব্যবহার করলে তাদের গর্ভস্থ সন্তানের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
Electromagnetic Radiation
আরেকটি বিষয় যেটি নিয়ে আমাদের ভাববার কারণ আছে।
আমরা যারা Long Time Computer use করি, দৈনন্দিন কাজের প্রয়োজনে Offline, কিংবা Online'এ বিভিন্ন Newspaper, Website,Blog ,Social communication site, Outsourcing , কিংবা Web Developing সহ যেকোন কাজে ব্যাপক হারে Computer use করছি তাদের Electromagnetic Radiation প্রভাব বিস্তার করার সম্ভবনা দেখা দেয় যার ধরুন: , Deprecation, এলার্জি, চর্মরোগসহ আরও অনেক ধরনের অসুবিধা দেখা যায়। বিজ্ঞানীরা এগুলোর জন্য মূলত Electromagnetic Radiation'কে দায়ী করছেন। বড় বড় কম্পানিগুলো Radiation মুক্ত যন্ত্রপাতি তৈরি করার চেষ্টা করছে। so আমাদের প্রত্যেকের কমপিউটার ব্যবহর ও ক্রয়ে, কম Radiation হয় এমন সব যন্ত্রপাতি ক্রয়করা উচিত।
রেডিয়েশন ছাড়াও যে Computer আমাদের স্বাস্থে প্রভাব ফেলে তা হলো, Ledger printer
Ledger printer থেকে উৎপত্তি Radiation নাক, চোখ, গলার মউকাস মেমরন নিঃসৃত করে। Radiation এ ক্ষতিকর দিক চিন্তাকরে আধুনিক Ledger printer ব্যবহৃত হচ্ছে তারপরও Ledger printer এর ক্ষতিকর প্রভাবের একটুও তরতাম্য হয়নি। এছাড়াও অধক সময় Computer use এর ফলে
চোখের সমস্যা, চোখ জ্বালা পোড়া, চোখ থেকে পানি পড়া, মাথা ব্যাথা করা, চোখ ব্যাথা করা, অস্পষ্ট দেখা এবং, কোন জিনিস ডাবল দেখা ইত্যাদী। এছাড়াও আরো বিভিন্ন ধরনের Efect আমাদের স্বাস্থ্য লক্ষ্য করাযায়। যার কারণ হিসেবে বিভিন্ন গবেষক ও ডাক্তাররা দৈনন্দিন জীবনে ব্যবহারের অতিমাত্রাকেই দায়ি করেছেন। সুতারাং আমাদের প্রত্যেকের সু-সাস্থ্য ধরে রাখার প্রয়োজনে Computer ব্যবহারে আরো সচেতন হওয়া উচিত।
বিষয়: বিবিধ
১৭৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন