রুপকথা
লিখেছেন লিখেছেন নিশা৩ ১০ মে, ২০১৭, ০৮:২৭:০৭ সকাল
রুপকথার চরিত্রগুলো কি অদ্ভুত ! ডানাওয়ালা মানুষ (পরী), পংখীরাজ ঘোড়া, এলভ্স, রাক্ষস, দৈত্য-দানব, আরো কত কি! গল্পগুলো পড়ার পর মনে হয়, আহা, না দেখা লাল-পরী, নীল-পরীরা যদি দেখা দিত, একটা পংখীরাজ ঘোড়া যদি হতো যাকে নিয়ে পেরিয়ে যেতাম তেপান্তরের মাঠ। শত কল্পনা মনের অজান্তে সাজে। সবচেয়ে বেশি মন কাড়ে ভালোর বিজয় আর মন্দের পরাজয়। এ কারনে শতবার পড়লেও চির অমলিন।
মনকাড়া গল্পের চরিত্রগুলো কোন একসময় কিন্ত বাস্তব ছিল। যে সময় মানুষ ছিল প্রকৃতির মত সহজ-সরল। সে সময়টাতে ফুল-পরী, লাল-পরী, ডানাওয়ালা ঘোড়া মানুষের সাথে সংযোগ রাখতে স্বাচ্ছন্দবোধ করত। এখন দৈত্য-দানবেরাই ভয় পায় মানুষ নামের দু'পেয়ে জন্তকে। নির্মল চরিত্রগুলো তার কাছে আসবে সে তো অনেক পরের কথা।
তবে 'মানুষ' বলে কথা! প্রচুর সম্ভাবনাময় একটা জাতি। কখনো যদি আবার তাদের মানবতাবোধ ফিরে পায় তবে আবারো সে গড়বে 'রুপকথা'।
বিষয়: বিবিধ
৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন