কলম ও কী-বোর্ড
লিখেছেন লিখেছেন নিশা৩ ০৬ নভেম্বর, ২০১৪, ০৫:৫৪:৫৩ সকাল
কলম ও কী-বোর্ড লিখে যায় শত-সহস্র শব্দমালা
রংয়ে রুপে সেজে উঠে কল্প-গাঁথা গল্পে জীবন মেলা।
কি কারনে কলম ও কী-বোর্ডের এত কথা বলা?
মন ও মগজ, সময় ব্যয়ে পৃষ্ঠা ভরে ফেলা?
শব্দ-ছন্দে মনের আনন্দে গড়ে উঠে প্রানবন্ত সাহিত্য
বাক্য-মাধুর্যে সুধা-সৌন্দর্যে জন্ম নেয় কত পুস্তক নিত্য।
কেন এ কলম? কেন এ কী-বোর্ড এর খেলা?
কারো মনের খোরাক যোগাতে কেটে যায় আর কারো বেলা।
ফুল, বৃষ্টি, চাঁদের আলোয় মুগ্ধ হয়ে ঝরে শব্দ ত্বরা
ভাবে না মন কার সৌন্দর্যের এক কনা দিয়ে এ প্রকৃতি ভরা।
নাটক-সিনেমার স্ক্রীপ্ট লিখে রাত হয়ে যায় ভোর
কার দেয়া জ্ঞান অপব্যয় করছ? কতটুকু কৃতজ্ঞ অন্তর?
শুকরিয়া যদি করো তাঁর সত্য প্রকাশ করো এবার
সত্যের আগুনে মিথ্যারা পুড়ে হোক ছাড়-খার।
জীবন গেলেও যেতে পারে কলম ও কী-বোর্ডের কারনে
সত্য-ন্যায়র পথে তবুও অবিচল হবে মালিকের সন্তোষের জন্যে।
রবের সন্তষ্টি আর রাসুলের পথে যখন কলম,কী-বোর্ড চলে
অন্ধকারে মানবতার আশার আলো জ্বলে।
একজনও যদি তোমার লেখায় পথের দিশা পায়
প্রতিটি শব্দ, প্রতিটি চরন পরকালের পাথেয় হয়ে রয়।
ইয়া রব! বিশুদ্ধ নিয়তে তুমি অন্তর করো ভরপুর
পূর্ণ হোক, ধন্য হোক ছোট্ট এই জীবন সরোবর।
বিষয়: বিবিধ
১৬৫০ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম আপু । আপনি ভাল আছন তো ,আপনাকে ব্লগে আসেন না কেন ?
আপু অনেক লেখা সুন্দর হয়েছে ।অনেক ধন্যবাদ আপু ।
তোমাকেও অনেক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।
হলো কেন শেষ ! লাগছিলো বেশ । ধন্যবাদ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. নিশা ৩ আ্প্পি - আপনি ভাল আছন?
কবিতা অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ নিশা ৩ আ্প্পি
জাযাকাল্লাহু খাইরান আপনার সুন্দর মন্তব্যর জন্য।
খুব ভালো লাগ্লো...
অন্নেক শুকরিয়া ও শুভকামনা রইলো!
মন্তব্য করতে লগইন করুন