ফল কেন? ফুল নয় কেন?

লিখেছেন লিখেছেন নিশা৩ ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০৫:০২ সকাল



পরিচিত একটা গন্ধ নাকে এসে লাগল। উৎস খুঁজলাম। ডান পাশ থেকে আসছে। একজন মহিলা ওই পারফিউমটা ব্যবহার করেছে। মনে করতে চেষ্টা করলাম কিসের ঘ্রান হতে পারে। মনে পড়ল! একদম পাঁকা কাঠালের ঘ্রান। হুমম! ভাগ্যিস ক্ষুধার্ত নই। নইলে হয়ত পেটের মধ্য তোলপাড় হয়ে যেত!

ফলের গন্ধগুলো মিষ্টি। কোন সন্দেহ নেই তাতে। কিন্ত যখন দেখি প্রসাধনী সামগ্রিতে এসব ঘ্রান তখন কেমন জানি লাগে। সানস্ক্রীন কিনতে চান? কোন ফ্লেভার? কমলা না কলার? বডি ওয়াশ কিনবেন? চেরী না আপেল? ফুট কেয়ার প্রডাক্ট? প্লামস না পেয়ার? সেদিন এভন এর প্রচারপত্রটা একটু নেড়ে দেখছিলাম। আকষর্নীয় ঘ্রানের সুগন্ধিগুলো হলো- তাজা আপেল, কাঠবাদাম, ব্লুবেরী, ডালিম এবং আমের মিশ্রন, কলা এবং নারিকেলের মিশ্রন, শসা এবং তরমুজের মিশ্রন, অথবা পেয়ার এবং স্ট্রবেরীর মিশ্রন এর সুবাস।

এসব দেখে মনে প্রশ্ন জাগে, ফলের গন্ধ কেন? ফুলের সুঘ্রান না কেন? কারো পাশে বসে খাওয়ার চিন্তা মনে হওয়া নিশ্চয়ই ভাল লাগার কথা না। বরং মিষ্টি যে কোন একটা ফুলের ঘ্রান কত ভাল লাগবে। কল্পনায় ভেসে আসবে একটি মেঠো পথ। দু'পাশে নাম না জানা ফুল! মনটা ভরে যাবে ভাল লাগায়। সর্বপরি, খাওয়া যায় এমন কিছু গায়ে মাখতে চাই না। ভাললাগার আবেশ জাগায় এমন কিছু চাই।

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262214
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৩
কাহাফ লিখেছেন : কারো পাশে বসে খাওয়ার চিন্তা মনে হওয়া ভাল লাগার জন্যেই তো ফলের গন্ধ।নৈতিকতা কে কোথায় নিয়ে যাচ্ছে..............?
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৭
206545
নিশা৩ লিখেছেন : অল্পসংখ্যক কিছু মানুষ ছাড়া সবাই ব্যবসায়িক চিন্তা করে। অনেক ধন্যবাদ আপনাকে প্রথম মন্তব্যকারি।Good Luck Good Luck
262246
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৮
কাজি সাকিব লিখেছেন : ভালো লাগলো
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৭
206546
নিশা৩ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
262271
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩০
আজিম বিন মামুন লিখেছেন : পরোক্ষভাবে হলেও এটা কল্পনাকে যৌনতার বৃত্তে ঘিরে ফেলে।
*পারফিউম ছাড়াই মেয়েরা আকাঙ্খিত বস্তু,তার ওপর যদি হয় পারফিউমড্,তাও আবার খেতে আহ্বান করছে।অবস্হাটা কি দাড়ায় ভাই?
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫২
206548
নিশা৩ লিখেছেন : এভাবে কেউ ভাবেনা। ব্যবসায়িরা শুধু ব্যবসায় লাভের চিন্তাই করে। শুধু পারফিউম হলেও কথা ছিল। অন্যান্য প্রসাধনীতেও একই অবস্থা। বাজারি গিয়ে খুবই বিরক্তি বোধহয় প্রোডাক্টগুলো দেখে। অনেক ধন্যবাদ জানবেন মন্তব্যর জন্য।
262282
০৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫২
206549
নিশা৩ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকেও।Good Luck
262311
০৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৬
ইমরান ভাই লিখেছেন : বেশিরভাগ পারফিউম হচ্ছে এলকহল তাই সবার এভয়েড করা উচিত। তবে এলকহল মুক্তও পাওয়া যায়। দেখে কেনা খুব জরুরি।

ভালো লাগলো।
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৬
206550
নিশা৩ লিখেছেন : অনেক শুকরিয়া আপনার মন্তব্যর জন্য। এলকোহল মুক্ত থাকতে সবচেয়ে ভাল জিনিষ হলো আতর। নিশিন্ত মনে কেনা যায়। আমার কথা হলো শুধু পারফিউম হলেও হতো। কিন্ত অন্য অনেক টয়লেট্রিজ গুলো কিনতে গেলেও সতর্ক হওয়া উচিত।
263092
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : চিন্তার বিষয় Day Dreaming Day Dreaming আমি কি বলিবো? ভাবতিছি....... D'oh Whew!
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৪
207005
নিশা৩ লিখেছেন : আমিও ভাবতেছি Winking) আপনি কি যে বলবেন?
Thinking?
263184
০৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪১
মুহছিনা খাঁন লিখেছেন : তুমি কেন বুঝনা যে, এখানের ফুলে আর গন্ধ নেই তাই ফল দিয়ে বানায়।
০৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৬
207006
নিশা৩ লিখেছেন : ক্রিত্তিম ফুলের গন্ধ হলেও হয়, কিন্ত ফলের গন্ধ কেমন জানি লাগে।
264130
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৩
ব্লগার সাদমান লিখেছেন : হাঃ হাঃ আসলেইতো!!! ব্যপারটা নিয়ে আগে কখনো ভাবিনি!! Thumbs Up Big Grin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File