ফল কেন? ফুল নয় কেন?
লিখেছেন লিখেছেন নিশা৩ ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০৫:০২ সকাল
পরিচিত একটা গন্ধ নাকে এসে লাগল। উৎস খুঁজলাম। ডান পাশ থেকে আসছে। একজন মহিলা ওই পারফিউমটা ব্যবহার করেছে। মনে করতে চেষ্টা করলাম কিসের ঘ্রান হতে পারে। মনে পড়ল! একদম পাঁকা কাঠালের ঘ্রান। হুমম! ভাগ্যিস ক্ষুধার্ত নই। নইলে হয়ত পেটের মধ্য তোলপাড় হয়ে যেত!
ফলের গন্ধগুলো মিষ্টি। কোন সন্দেহ নেই তাতে। কিন্ত যখন দেখি প্রসাধনী সামগ্রিতে এসব ঘ্রান তখন কেমন জানি লাগে। সানস্ক্রীন কিনতে চান? কোন ফ্লেভার? কমলা না কলার? বডি ওয়াশ কিনবেন? চেরী না আপেল? ফুট কেয়ার প্রডাক্ট? প্লামস না পেয়ার? সেদিন এভন এর প্রচারপত্রটা একটু নেড়ে দেখছিলাম। আকষর্নীয় ঘ্রানের সুগন্ধিগুলো হলো- তাজা আপেল, কাঠবাদাম, ব্লুবেরী, ডালিম এবং আমের মিশ্রন, কলা এবং নারিকেলের মিশ্রন, শসা এবং তরমুজের মিশ্রন, অথবা পেয়ার এবং স্ট্রবেরীর মিশ্রন এর সুবাস।
এসব দেখে মনে প্রশ্ন জাগে, ফলের গন্ধ কেন? ফুলের সুঘ্রান না কেন? কারো পাশে বসে খাওয়ার চিন্তা মনে হওয়া নিশ্চয়ই ভাল লাগার কথা না। বরং মিষ্টি যে কোন একটা ফুলের ঘ্রান কত ভাল লাগবে। কল্পনায় ভেসে আসবে একটি মেঠো পথ। দু'পাশে নাম না জানা ফুল! মনটা ভরে যাবে ভাল লাগায়। সর্বপরি, খাওয়া যায় এমন কিছু গায়ে মাখতে চাই না। ভাললাগার আবেশ জাগায় এমন কিছু চাই।
বিষয়: বিবিধ
১৪১২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
*পারফিউম ছাড়াই মেয়েরা আকাঙ্খিত বস্তু,তার ওপর যদি হয় পারফিউমড্,তাও আবার খেতে আহ্বান করছে।অবস্হাটা কি দাড়ায় ভাই?
ভালো লাগলো।
?
মন্তব্য করতে লগইন করুন