গতিময় ধীরগতি

লিখেছেন লিখেছেন নিশা৩ ০৯ মে, ২০১৪, ০৬:১৫:২২ সকাল

ভালো মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশী মিল কোথায়? ঠিক ধরেছেন, তাদের সবার একটা সুন্দর মন আছে। এই সুন্দর মনটা তাদের ভাল কিছু করতে উৎসাহিত করে। আজ আপনাদের এরকম কিছু সুন্দর মনের গল্প বলব। যদিও মানুষগুলো ছোট কিন্ত তারা আমাদের ভাল কিছু শিখাতে চায়। আসুন তাহলে গল্পটি শুনি:

একটি ক্লাসে শিক্ষক তার শিক্ষার্থীদের পড়াচ্ছেন। তিনি একটা খেলার মাধ্যমে তাদের কিছু শেখাতে চান। প্রথমে সবাই গোল হয়ে দাঁড়াবে। তাদের একজনের হাতে থাকবে প্লাস্টিকের একটা গ্লাস। তারপর শিক্ষক একটি অক্ষর বলবেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে যার হাতে গ্লাসটি থাকবে সে কয়েকটি শব্দ বলবে। প্রতিটি শব্দ ই শুরু হবে সেই অক্ষরটি দিয়ে যা শিক্ষক বলেছেন। যখন সে শব্দগুলো বলতে থাকবে তখন তার হাতের কাপটি হাত বদল করতে থাকবে। কাপটি তার হাতে ফিরে আসা পর্যন্ত তার সময়। প্রথমে শিক্ষার্থীরা বলবে ৩ টি শব্দ, এরপর ৫ টি, ৮ টি। এভাবে শব্দ সংখ্যা বাড়বে।

এই শিক্ষার্থীদের ভীড়ে ছিলো একজন যার ছিলো তোতলামি রোগ। শিক্ষক থমকে গেলেন যখন সেই মেয়েটির হাতে কাপটি গেলো।সমস্ত ক্লাস নিশ্চুপ। কেউ কেউ এদিক ওদিক মাথা নাড়ছে। নাহ্! ও পারবেনা এইরকম ভাব। তিনি নরম সুরে জিজ্ঞাসা করলেন, "তুমি কি খেলায় অংশগ্রহন করতে চাও?" মেয়েটি উপর নীচে মাথা নাড়ল।

খেলা শুরু হলো। ছাত্রীটি সাধ্যমতো তোতলামি সহশব্দগুলো বলতে থাকলো। এক একটি শব্দ বলতে তার যেন একযুগ লেগে যাচ্ছিলো।

হঠাৎ শিক্ষক এর খেয়াল হলো যে গ্লাসটি কোথায়? ওটি তো এতক্ষণে মেয়েটির হাতে এসে পৌছার কথা। তিনি ঘুরে তাকালেন। শিক্ষক দেখলেন অত্যন্ত ধীরগতিতে গ্লাসটি একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে। ইত:মধ্যে একজন হাত থেকে গ্লাসটি ফেলে দিল। তারপর খুব আস্তে আস্তে তুলে পাশের জনের হাতে দিল। এভাবে মেয়েটি পর্যাপ্ত সময় পেল।

শিক্ষক জিজ্ঞাসা করলেন, "তোমরা কি জানতে মেয়েটি তোতলা?"

ছাত্র-ছাত্রীরা মূচকি হেসে হ্যাঁ সুচক ভঙ্গিতে মাথা নাড়লো।

তিনি আবার জানতে চাইলেন, " তোমরা কি উদ্দেশ্যমূলক ভাবে ধীরে গ্লাস হাত বদল করেছ?"

এবারো তাদের সেই হাসি আর ইতিবাচক ভঙ্গিমা।

শিক্ষক বল্লেন," তোমরা কি জান, জীবনে কিছু মূহুর্ত আসবে যখন ধীররগতিতে চলে অন্যকে সাহায্য করা জরুরী?"

শিক্ষার্থীরা সবজান্তাদের মতো বলল, "হ্যাঁ।" ভাবটা যেন, এই নেও তোমার সার্টিফিকেট আমাদের কাছ থেকে।

কত সুন্দর এই ধীরগতির গতি! আসুন আমরাও ভাল কাজ করি। মাঝে মাঝে অন্যের প্রয়জনে ধীরে চলি। আর এ কাজ করি একমাত্র আল্লাহ্ রাব্বুল আলামিন এর সন্তষ্টির উদ্দেশে।

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219403
০৯ মে ২০১৪ দুপুর ১২:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : শিক্ষনীয় ঘটনা, সুন্দর লাগলো Good Luck Good Luck যাজাকাল্লাহু খাইর।
১১ মে ২০১৪ রাত ১১:৩৫
168056
নিশা৩ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যর জন্য।Happy
219415
০৯ মে ২০১৪ দুপুর ১২:৪৮
আহ জীবন লিখেছেন : তিন টি কাজ ছাড়া আর সব কাজই ধীরে করা উচিৎ।
১> বিয়ের উপযুক্ত হলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করা।
২> আজান দেওয়ার সাথে সাথে নামাজে যাওয়া।
৩> মৃত বেক্তিকে দাফন করা।

(হাদিসটি জানা আছে তবে বইয়ের নাম নম্বর জানা নেই)
১১ মে ২০১৪ রাত ১১:৩৭
168057
নিশা৩ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
219664
১০ মে ২০১৪ রাত ০৪:১০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : প্রথমেই মনে হয়েছিল এমন হবে, কেননা বাচ্চাদের আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও মনের প্রসারতার দিক দিয়ে ওরা বড়দের চেয়ে অনেক বড় হয় Happy
ব্লগে লেখা শুরু করায় আপনাকে ধন্যবাদ ও স্বাগত জানাই Rose Rose
১১ মে ২০১৪ রাত ১১:৪৫
168058
নিশা৩ লিখেছেন : ঠিক বলেছেন। সবচেয়ে অবাক হই ওদের সহজেই সবাইকে ক্ষমা করার গুন দেখে। Happy Happy
আপনাকে ও ধন্যবাদ। আপনার পরামর্শ
আমার লেখার গতিকে সাবলীল করবে ইনশাআল্লাহ্।
221768
১৫ মে ২০১৪ দুপুর ১২:২৯
বাকপ্রবাস লিখেছেন : মুগ্ধ হয়ে পড়লাম, দুইবার পড়েছি, পড়তে হলো, গতির কথা বলি, উমামার আম্মুর সাথে কোথাও গেলে, গতির ব্যাবধান বেড়ে যায়, দেশের রাস্তায় একসাথে হাটাও ঝামেলা, মানুষ বেশি, সাইট দিয়ে চলতে হয়, দেখা যায় আমার গতি বেশী হয়ে গেছে, পেছনে পড়ে আছে প্রধানমন্ত্রী, ঘরে এসে মুখ ভার, আপনার সাথে কোথাও যাবনা আমি,আমি সংগে থাকলে আপনাকে মানায়না তাই এড়িয়ে চলেন ইত্যাদি, আসলে আমার গতি বেশী হয়ে যায় মনের অজান্তে হা হা হা আপনার পোষ্ট এর সাথে কোন সম্পর্ক নেই, এমনি মনে পড়ল তাই লিখলাম
222145
১৬ মে ২০১৪ রাত ১২:০৩
নিশা৩ লিখেছেন : ভাবি কে বলবেন,তুমি সাথে থাকলে মনে এত শক্তি সাহস পাই যে আনমনেই গতি বেড়ে যায়। Happy Happy
খুশি হয়ে যাবে। আমরা মহিলারা যে কত অলপে খুশি হই স্বামিরা তা জানলে শুধু কথা দিয়েই মন ভরিয়ে দিত। Good Luck Good Luck
অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জণ্য।
224026
২১ মে ২০১৪ রাত ০৪:০৭
প্রবাসী মজুমদার লিখেছেন : ইম্প্রেসিভ গল্প। শিক্ষণীয়। খুবই ভাল লাগার মত। ব্লগে ব্লগিং করার এটাই সুবিধা। কত কিছু শেখা য়ায়। ধন্যবাদ।
২২ মে ২০১৪ রাত ০১:০২
171643
নিশা৩ লিখেছেন : যাজাকাল্লাহু খাইর মন্তব্যর জন্য। বাচ্চারা আসলে যে ছোট ছোট 'মানুষ' সে কথা আমরা মাঝে মাঝে ভূলে যাই।
226830
২৭ মে ২০১৪ রাত ০৩:৫৫
বৃত্তের বাইরে লিখেছেন : খুব সুন্দর শিক্ষনীয় গল্প। বাচ্চাদের কাছে থেকে বড়দেরও অনেক কিছু শেখার আছে। অনেক ধন্যবাদ আপনাকে। Good Luck Rose Good Luck
০৪ জুন ২০১৪ সকাল ১১:২৯
177077
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Loser Loser Loser
227183
২৭ মে ২০১৪ রাত ১০:১৭
নিশা৩ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
230772
০৫ জুন ২০১৪ সকাল ০৫:৪৭
আওণ রাহ'বার লিখেছেন : বেশ শিক্ষনীয় ঘটনা।
এটাকে বলে টিমওয়ার্ক।
টিমের কেউ ফাস্ট আর কেউ স্লো থাকলে যে ফাস্ট সে একটু স্লো হবে আর যে স্লো সে একটু ফাস্ট হবে তাহলে সাফল্য অবধারিত।
অন্যথায়,১০০-১=০ হয়ে যায়।
১০
231130
০৫ জুন ২০১৪ রাত ০৯:৪৩
নিশা৩ লিখেছেন : ঠিক বলেছেন। দরকার শুধু একজন ভাল টিম লীডার। শুকরিয়া মন্তব্যর জন্য।
১১
247959
২৫ জুলাই ২০১৪ রাত ০২:২৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব ভালো লাগলো। যাজাকাল্লাহ্।
২৫ জুলাই ২০১৪ রাত ০৪:৩৯
192529
নিশা৩ লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ। রোযা প্রায় শেষ হতে চললো। প্লিজ, দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File