আপনারা কোনজনের জন্য দু'য়া করবেন?

লিখেছেন লিখেছেন নিশা৩ ১২ মার্চ, ২০১৪, ০৬:০৯:৩৮ সকাল

খাবার টেবিলে মেয়েকে জিগ্গেস করলাম, "কাল কি স্কুল বন্ধ? কিছু জান?"

ও বলল, "কেউ কেউ বলছিল। হতে পারে।"

তার বাবা জানতে চাইল, "স্কুল বন্ধ কেন?"

বল্লাম, "আট-দশ ফুট তুষার পড়তে পারে। ঝড় আসছে। অনেক ভিজা আর ভারী তুষার নিয়ে। আব্হাওয়াবিদ্দের ভাষ্যানুযায়ী।"

"তাহলে তো অনেক কষ্টের ব্যাপার," তিনি বল্লেন।

সময়টা প্রায় বসন্তকালীন সময় এখানে, আমেরিকায়। তাই প্রতিদিন সবাই সূর্য দেখতে চায়। উষ্ন আবহাওয়া চায়।প্রতিবছরই সবার প্রত্যাশা পূরণ হয়। কিন্ত এবার অন্যরকম। দীর্ঘ শীতের সবটাই ছিল প্রচন্ড ঠান্ডা, তুষার ঝড়, হিমশীতল বাতাসে পরিপূর্ন। যারা শীত ভালবাসে তারাও আজ ক্লান্ত। অতি ঠান্ডায়। সাতদিন স্কুল বন্ধ ছিল। খারাপ আব হাওয়ার জন্য। আমার কাছে স্কুল বন্ধ = ফজরের সময় কাজের জন্য তারাহুড়ো করে প্রস্ততি না নেয়া = উষ্ন কম্বলের নীচে আরামদায়ক সকাল = আল্লাহ্ র রহমত। যেহেতু বাচ্চাদের বাবা তুষার পরিষ্কার করেন তার জন্য এটা কষ্টকর। আমি জোর করলেও আমাকে সাভল দেন না। বরং রাগ করেন। তিনি হঠাৎ বলে বসলেন, "আল্লাহর রহমতে তুষার ঝড় নাও হতে পারে।" আপনারা তো জানেন আমার কাছে আল্লহর রহমত মানে = উষন্ কম্বলের .......।

এখন আপনারা আমাদের কোন জনের উপর আল্লাহর মেহেরবানীর দু'আ করবেন?

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191023
১২ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৬
মুহছিনা খাঁন লিখেছেন : আপনার জন্য আরামের ঘুমের দোয়া যদি করি তাহলে কি আরেক জনের জন্য বরফ পরিষ্কার করার কষ্টের দোয়া হয়ে যাবেনা।
আল্লাহর রহমত দুজনের জন্য অবধারিত হোক দোয়া করি।
১৩ মার্চ ২০১৪ সকাল ০৫:০৭
142424
নিশা৩ লিখেছেন : অনেক শুকরিয়া। আল্লাহ আপনার দোয়াকে কবুল করুন।
191098
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ মার্চ ২০১৪ সকাল ০৫:০৮
142425
নিশা৩ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও সময় বের করে পড়ার জন্য।
191304
১২ মার্চ ২০১৪ রাত ০৮:৫৯
সজল আহমেদ লিখেছেন : দুজনার জন্যই।
১৩ মার্চ ২০১৪ সকাল ০৫:০৯
142426
নিশা৩ লিখেছেন : ধন্যবাদ। অনেক জেনেরাস আপনি।
191517
১৩ মার্চ ২০১৪ সকাল ০৫:১৮
মুহছিনা খাঁন লিখেছেন : দোয়াতো আপনার জন্য কবুল বোধহয় হয়ে গেলো। কোথায় থাকেন মিশিগানেরতবঅবস্তা খারাপ। তবুও
সকাল ১০ থেকে ৩টা পর্যন্ত কাজ করে আসলাম।
১৩ মার্চ ২০১৪ রাত ১০:১০
142782
নিশা৩ লিখেছেন : আলহামদুলিল্লহ। মিশিগানেই। আপনার কাছে। কে আমি বলেন তো? ইশ্! আপনার জন্য কষট লাগছে।
191578
১৩ মার্চ ২০১৪ সকাল ১০:৫২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমি আপনার পক্ষে আছি Winking
১৩ মার্চ ২০১৪ রাত ১০:১২
142784
নিশা৩ লিখেছেন : জাযাকাল্লাহ। এই না হলে আমার বোন। একমাএ বোন বুঝতে পারে আরেক বোনের কষ্ট। Winking আপনার লেখা খুব ভাল লাগে।
১৪ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৮
142918
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ্Love Struck
০১ মে ২০১৪ সকাল ০৯:৪২
164051
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাইদের পক্ষে কেউ নেই? Crying Crying
206063
১১ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫০
সিটিজি৪বিডি লিখেছেন : অনেক ধন্যবাদ
215793
০১ মে ২০১৪ সকাল ০৯:৪৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এত্তদিন পরেতো আর তুষার ইস্যুর জন্য দুয়া'র প্রয়োজন নাই, তাই বাকি জীবনের জন্য দুয়া করবো , কেমন?
216687
০২ মে ২০১৪ রাত ১১:০৩
নিশা৩ লিখেছেন : প্লীজ দোয়া করবেন। জীবনে কোন তুষার ঝড় কখন আসে বলা তো যায় না। দুয়া সব সময় কাজে লাগবে। অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File