সোনামাখা হাট
লিখেছেন লিখেছেন নকিব মাহমুদ ৩১ অক্টোবর, ২০১৩, ১১:৫৩:৫৮ রাত
শরৎ শেষে শীত আসে
আমার সোনার বাংলাদেশে
কুয়াশার চাদরে মুড়ে দেয় মাঠঘাট
শিশির ভেজা ঘাসে
হিরে মুক্ত কণা হাসে
সকালের রোদে বসে সোনামাখা হাট।
এমন দেশটি তুমি পাবেনা কোথাও
সবুজ ঘেরা গাছগাছালি
মেঠপথ আর গাঁও।
পুকুল জলে শাপলা ফোটে
ফোটে কত শালুক ফুল
ধানের ক্ষেতে জলের ঢেউয়ে
দক্ষিনা বাতাস করে ব্যাকুল।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন