জীবনটাকে গড় জনি হোসেন কাব্য
লিখেছেন লিখেছেন জনি হোসেন কাব্য ১৫ অক্টোবর, ২০১৪, ০১:৪২:০০ রাত
ভালো কাজে মন বসাও ভাই
ভালো কিছু কর,
পরকালের জন্যে এবার
জীবনটাকে গড়।
ফযরের ঐ হচ্ছে আযান
সুর ছড়ানো চুমে,
ওঠো ওঠো নামাজ পড়
আর থেকো না ঘুমে।
কত শত পাপ করেছ
মাপ চাও মোনাজাতে,
শেষ বিচারের জন্যে জীবন
পূণ্য কর তাতে।
সুযোগ করে নামাজ শেষে
কুরআন হাদিস ধরো,
পরকালের জন্যে এবার
জীবনটাকে গড়।
আব্বু আম্মুর কথা শুনো
থেকো না ভাই জিদে,
যেন তাদের বিন্দু মাত্র
না হয় অসুবিধে।
গুরুজনদের সালাম দিও
দেখলে পথের ধারে,
সব মানুষকে খুশি রেখো
সুন্দর ব্যবহারে।
ধনি,গরিব ভাববে আপন
ভাববে না ভাই পর-ও,
পরকালের জন্যে এবার
জীবনটাকে গড়।
নিজকে নিয়ে ভেবে এবার
মন দাও হালাল কাজে,
ঝেরে ফেলো মাথা থেকে
চিন্তা আজে বাজে।
সবার সাথে সত্য বলো
মিথ্যে বলো না তো,
মনের ভিতর ভালো কথা
শক্ত করে গাঁথো।
যোহর,আসর,মাগরিব,এশা
সময় মতো পড়,
পরকালের জন্যে এবার
জীবনটাকে গড়
বিষয়: বিবিধ
১০৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন