আল্লামা শেখ সাদী (রহঃ) এর কয়েকটি বাণী
লিখেছেন লিখেছেন মুহাং হাসান উল্লাহ-সত্যের সন্ধানী এক তরুণ ০৮ নভেম্বর, ২০১৩, ০৮:৪০:২৩ রাত
তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়,
বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে
না জড়ানো।
শেখ সাদী (রহঃ) বলেন,শাসক নিজে
যদি ক্ষুদ্রতম অন্যায়কে আশ্রয়
দেয়,তাহলে তার অধিনস্তরা তার দেখাদেখি বড়
অন্যায় করতে দ্বিধা বোধ করবে না।
শেখ সাদী (রহঃ) বলেন,তুমি যদি চাও যে,আল্লাহ পাক তোমার ওপর দয়া করুন,
তাহলে তুমি আল্লাহ পাকের সৃষ্টির
সাথে উত্তম আচরণ প্রদর্শন কর।
শেখ সাদী (রহঃ) বলেন,যখন
রাজ্যের বাদশাহ জালিম হয়,তখন সাধারণ মানুষ অতি কষ্টে জীবন-যাপন করে। অহংকারী বাদশাহ সম্পদশালী হলে অত্যাচারী হয়।
শেখ সাদী (রহঃ) বলেন তুমি যদি
অন্যায় পছন্দ না কর,তবে
প্রতিবেশীকে করতে নিষেধ কর,
নতুবা না।
শেখ সাদী (রহঃ) বলেন,তুমি যদি কিছু
না বল,তবে তোমাকে কেউ কিছু বলবে না।কিন্তু যখন তুমি কিছু বলবে,
তখন তার দলীল দিতে হবে।
বিষয়: বিবিধ
৫০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন