বিনয় : আল্লামা শেখ সাদী(রহঃ)
লিখেছেন লিখেছেন মুহাং হাসান উল্লাহ-সত্যের সন্ধানী এক তরুণ ০৭ নভেম্বর, ২০১৩, ০৬:৪৩:২১ সন্ধ্যা
বিনয়-
কবি আল্লামা শেখ সাদী (রহঃ) বলেছেন,মহান আল্লাহ তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। অত এব,হে বান্দা! তুমি মাটির মত বিনয়ী থাক। বিদ্রোহী ও লোভী হয়ো না। তিনি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন,তুমি আগুনের মতো রাগান্বিত হয়ো না।
যখনই আগুন অহংকারের সাথে ভয়াবহ আকার ধারণ করে উপরে উঠছে,তখনই মাটি বিনম্র হয়ে নিজের মাথা নত করে দিয়েছে। আগুন তার অহংকার দেখাচ্ছে আর মাটি নম্রতা দেখাচ্ছে। তাই মহান আল্লাহ আগুন দিয়ে ইবিলিশকে তৈরী করেছেন,এবং মাটি দিয়ে ইনসান সৃষ্টি করেছেন।
মেঘ থেকে এক ফোঁটা বৃষ্টি পতিত হয়ে সমুদ্রের বিশালতা দেখে লজ্জিত হয়ে পড়ে এবং বলে যে,সমুদ্রের কাছে আমি কি? সমুদ্র যদি এই হয়, তাহলে নিশ্চই আমি নেই।
বৃষ্টির ফোঁটা যখন নিজেকে ছোট মনে করল,তখন ঝিনুক তাকে মায়া করে নিজের কোলে নিয়ে লালন-পালন করল। আল্লাহ পাক তারপ্রতি খুশি হয়ে তাকে রাজা-বাদশাহর অতি আদরণীয় ও মূল্যবান জিনিষে পরিণত করে দিলেন।
তদ্রোপ; উচ্চ সম্মান ঐ ব্যক্তি অর্জন করতে পেরেছে,যে প্রথমে নিজেকে ক্ষুদ্র বলে জেনেছে।
বিষয়: বিবিধ
২৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন