নারীরা ফুল-রানী,দেখলে সবাই ঘ্রাণ নিতে চাই,তাই যৌন হয়রানি (ইভটিজিং)থেকে বাঁচতে আল্লাহর ফরয বিধান পর্দা করুন,

লিখেছেন লিখেছেন মুহাং হাসান উল্লাহ-সত্যের সন্ধানী এক তরুণ ০৩ নভেম্বর, ২০১৩, ০৭:০৪:৪৭ সন্ধ্যা

নারীরা ফুল-রানী,দেখলে সবাই ঘ্রাণ নিতে চাই।

হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ সফি সাহেব,নারীকে তেঁতুল বলেননি।

তেঁতুলের সাথে উদাহরণ দিয়েছেন। নারীদের তেঁতুল বলা নিয়ে নাস্তিকরা যা অপবাদ রটাচ্ছে সব মিথ্যা। অনেক আগে একটি মাহফিলে দেওয়া আহমদ সফি সাহেব এর বক্তব্যের আগের ও পরের অংশ কাটছাঁট করে খণ্ডিত অংশ প্রচার করে সরকারের মন্ত্রীরা আহমদ সফি সাহেবের নামে বদনাম রটাচ্ছে।

হাটজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠের মাহসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আহমদ সফি সাহেব বলেন।

তিনি নারীদেরকে তেঁতুল বলেননি,তেঁতুলের সঙ্গে তুলনা করেছেন।গতকালের সমাবেশে আল্লামা আহমদ সফি সাহেব নারীদেরকে ফুলের সঙ্গে তুলনা করেছেন। ফুল দেখলে সবাই সুঘ্রাণ নিতে চাই,তাই নারীদেরকে উলঙ্গ (বেপর্দা) চলাফেরা করতে নিষেধ করেছেন,পর্দা আল্লাহর ফরজ বিধান,এই ফরজের উপর আমল করার জন্য,এবং ইভটিজিং (যৌন হয়রানি)থেকে বাঁচার জন্য আল্লামা আহামদ সফি সাহেব হুজুর নারীদেরকে উলঙ্গ (বেপর্দা) চলাফেরা করতে নিষেধ করেছেন। তিনি নারীদেরকে পর্দা সহকারে লেখাপড়া ও চাকরি-বাকরি করতে বলেছেন,তিনি লেখাপড়াও চাকরি-বাকরি করতে নিষেধ করেননি। এখানে মিথ্যা প্রচারণা চালানোর দরকার নেই। মন্ত্রী এমপিরা মিথ্যা প্রচারণা চালাচ্ছে তাদের ব্যাপারে সবাই সাবধান থাকুন।

বিষয়: বিবিধ

১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File