বাণী ও দু'আ
লিখেছেন লিখেছেন মুহাং হাসান উল্লাহ-সত্যের সন্ধানী এক তরুণ ৩১ অক্টোবর, ২০১৩, ০৯:৪৪:১৭ সকাল
আলহামদুলিল্লাহ! আমি অত্যন্ত আনন্দিত যে,আমি অনেকদিন চেষ্টা করার পর আজ বিডিটুডে ব্লগে আইডি খুলতে সক্ষম হয়েছি। সবার কাছে দু'আর আবেদন করি যেন এই ব্লগে শিক্ষনীয় কিছু পোষ্ট সবার সাথে শেয়ার করতে পারি। যার দ্বারা আমার ও ফায়দা হয় এবং সম্মানিত পাঠকগণ এর দ্বারা উপকৃত হতে সক্ষম হয়।
পরিশেষে আল্লাহ তা'আলার দরবারে দু'ইয়া করি,তিনি যেন আমার এ ক্ষুদ্র প্রয়াস কবুল করেন এবং এর দ্বারা লেখক ও পাঠক-পাঠিকা সকলকে দুনিয়া ও আখিরাত উভয় জগতে উপকৃত করেন,আল্লাহ যেন এ ব্লগের সম্পাদককে এর উত্তম প্রতিদান দান করেন। (আমীন)
দু'আন্তে
মুহাং হাসান উল্লাহ-সত্যের সন্ধানী এক তরুণ
বিষয়: বিবিধ
৮৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন