দিনে দিনে বাড়িয়াছে বহু দেনা এবার শুধিতে হইবে ঋণ
লিখেছেন লিখেছেন নাজিব মুন্না ১১ নভেম্বর, ২০১৩, ০৯:২৭:৪৩ রাত
সরকার তো আগেই অবৈধ হয়ে গেছে। এখন থেকে সব মন্ত্রীরা ও অবৈধ । নিউ এজ এর সম্পাদক ও বাম বুদ্ধিজীবি নুরুল কবির সাহেব বলেছেন, আওয়ামীলীগের মন্ত্রীরা জানতে চান উনাদের কি অবস্থা হবে। সংবিধানের ৫৮ অনুচ্ছেদ পড়লে এটা স্পষ্ট বুঝা যায় যে, পদত্যাগ পত্র জমা দিলেই মন্ত্রী পদ শুন্য হয়ে যায়। এতে অন্য কোন ব্যাখ্যা চলেনা। কাজেই আজ থেকে মন্ত্রীদের কাউকে পতাকাসহ গাড়ী চালাতে দেখলে পতাকা কেড়ে নিতে হবে। লাখো শহীদের রক্তে রাঙা এ পতাকা ওদের হাতে আর অপমানিত হতে দেয়া যায়না।
আর পতাকা কেড়ে নিলেই হবেনা। সাথে সাথে উপযুক্ত কিছু মেহমানদারী করতে ভুলবেননা। যেখানেই পাওয়া যাবে, সেখানেই গণধোলাই। প্লিজ গাবড়াবেননা। কৃপণতা করা যাবেনা। উনারা এটা পাওয়ার জন্য প্রস্তুত। উনারা জানেন, এটাই এখন উনাদের প্রাপ্য। বিমান বন্দরসহ সকল বন্দরে পাহারা বসাতে হবে । কোন ভাবে কাউকে পালিয়ে যেতে দেয়া হবেনা। দিনে দিনে বাড়িয়াছে বহু দেনা। এবার শুধিতে হইবে ঋণ।
বিষয়: বিবিধ
১৬৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন