এরশাদ যদি ছাগল হয় তাহলে যারা এরশাদ’কে জোট আনতে চেষ্টা করছে তারা কি ? দয়া করে বলবেন ?
লিখেছেন লিখেছেন কিছু ০৪ ডিসেম্বর, ২০১৩, ০২:২৮:৪৯ দুপুর
আমরা যত টুকু জানি জাপা প্রধান এরশাদ’র কথা সাথে কাজের কোন মিল নাই। তিনি সকালে এক কথা বলেন বিকালে অন্য কথা বলেন। তিনি কখন কি বলেন তা দেশের সাধারণ মানুষ বা তার দলীয় লোকজন তো দুরের কথা এরশাদ নিজেই তা জানেন না। বিএনপি-আওয়ামীলীগের অনেক নেতাই তাকে ছাগল বলে থাকেন। কিন্তু আজ এই ছাগল’কে নিয়ে এত হুড়াহুড়ি কেন ? সংবাদ মাধ্যমে জানা যায়, এরশাদ নামে এই ছাগলকে জোট আনতে গত সোমবার ও মঙ্গলবার বিএনপি’র মহা সচিব গোপন বৈঠকও করেছেন । অন্যদিকে গত মঙ্গলবার এরশাদ’র সংবাদ সম্মেলনের পর পরেই তাকে গণ ভবনে যেতে চাপ দেয়া হচ্ছে। জাতীয় পার্টির এম পি নওয়াব আব্বাস’র মতে সরকারী এরকটি গোয়েন্দা সংস্থা’র মাধ্যমে এরশাদের সঙ্গে যোগাযোগ করছে আ’লীগ। এই হুড়াহুড়ি’র কারণেই যে কোন মুর্হুত্বে ডিগবাজ এরশাদ আবার নতুন চমক দিচ্ছে । এখন প্রশ্ন হলো,এরশাদ যদি ছাগল হয় তাহলে যারা এরশাদ’কে জোট আনতে চেষ্টা করছে তারা কি ? দয়া করে বলবেন ?
বিষয়: রাজনীতি
১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন