অপেক্ষা করুন দেখতে পাবেন, এরশাদের রাজনীতি’র রাজ খেলায় কত ধানে কত চাল।
লিখেছেন লিখেছেন কিছু ১৮ নভেম্বর, ২০১৩, ০৮:৪৮:৪৫ রাত
এরশাদের কথা’র সাথে কাজের মিল না থাকলেও তিনি সিদ্ধান্ত নিতে কখন ভুল করেন নাই। এরশাদ অবস্থা দেখেই ব্যবস্থা নেয়। আগামীতেও তিনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। মন্ত্রী সভায় যোগ দেয়া এরশাদের শেষ খেলা নয়। উনি কেবল খেলা শুরু করেছেন। অপেক্ষা করুন দেখতে পাবেন, এরশাদের রাজনীতি’র রাজ খেলায় কত ধানে কত চাল। আজ যারা এরশাদকে গালি দিচ্ছেন-হয়তো তারাই বলেবেন এরশাদ ঠিক খেলাটাই খেলেছেন। এরশাদ প্রমান করবেন- রাজনীতিতে যেমন শেষ কথা নেই। তেমনি তার মত রাজনীতি’র খেলায়ারও নেই। এরশাদ আসলে কার ? তা তিনি নিজেই জানেন না। কারণ তিনি অবস্থা দেখেই ব্যবস্থা নিতে বেশ পছন্দ করেন। এগিয়ে যাও এরশাদ
বিষয়: রাজনীতি
১২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন