রাজনৈতিক সহিংসতার বলি হচ্ছে এখন শিশু-কিশোর।

লিখেছেন লিখেছেন কিছু ১০ নভেম্বর, ২০১৩, ১২:৩২:১৫ দুপুর

রাজনৈতিক সহিংসতার বলি হচ্ছে এখন শিশু-কিশোর। হরতাল-অবরোধ, ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও বোমাবাজির মতো বিপজ্জনক কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে। তাদের হাতে তুলে দেয়া হচ্ছে ককটেল-বোমার মতো অনিরাপদ বিস্ফোরক। বহন ও ব্যবহারে অদক্ষ হওয়ায় অনেক সময় বহনকারী শিশুরাই শিকার হচ্ছে এর। অন্যদিকে কাগজ কুড়াতে গিয়ে বা খেলতে গিয়ে যত্রতত্র পড়ে থাকা ককটেল, হাতবোমা ইত্যাদির আঘাতে মারাত্মকভাবে আহত হচ্ছে শিশুরা। লাল মিয়া, সুরমা, কিশোর, মনির, সুমি, আনন্দ ঘোষ, আকাশ ঘোষসহ বেশ ক’জন শিশু বিএনপি-জামায়াত জোটের বিগত হরতালে ককটেল বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ক’দিন আগেই ককটেলের স্পিøন্টারের আঘাতে দৃষ্টিশক্তি হারাতে হয়েছে শিশু রহিমাকে। প্রতিটি হরতাল বা রাজনৈতিক কর্মসূচিতেই শিশুদের হতাহত হওয়ার খবর পত্রিকায় উঠে আসছে। দেশের ভবিষ্যৎ নাগরিক শিশুদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করার বিষয়টি তো আরো গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, শিশুদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার থেকে বিরত রাখতে আইন কঠোর করা হয়েছে। আইনের প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। অন্যদিকে দায়িত্বশীলতা দরকার রাজনৈতিক দলগুলোরও। এই বোমাবাজির হরতাল-রাজনীতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধ-পঙ্গু করে দিচ্ছে, সন্তানের লাশ তুলে দিচ্ছে মা-বাবার হাতে আর কত হলে তাদের হুঁশ হবে?

বিষয়: রাজনীতি

১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File