বোমা ফুটবে না এর নিশ্চয়তা দেবে কে?
লিখেছেন লিখেছেন কিছু ০৩ নভেম্বর, ২০১৩, ০৪:২৪:১০ বিকাল
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সীমান্ত হয়ে দেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র প্রবেশের সংবাদ ইতোপূর্বে একাধিক বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। নির্বাচনকালীন সন্ত্রাসীদের অপতৎপরতা বেড়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগে প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনে সন্ত্রাসীদের পেশিশক্তির ব্যবহার মানুষ প্রত্যক্ষ করেছে। সে সব অভিজ্ঞতা সুখকর নয়। এবারের নির্বাচনকে সামনে রেখেও একই রকম অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। চোরাই পথে অবৈধ অস্ত্রের আমদানি, চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তির ঘটনা দেশবাসীকে আতঙ্কিত করে তুলছে। যে হারে ককটেল, বোমা ফাটছে তা নির্বাচনকালীন ইতিবাচক পরিবেশ অব্যাহত থাকার পথে বিরাট অন্তরায় হয়ে উঠবে। এ ছাড়া প্রতি মুহূর্তে স্বাভাবিক নাগরিক নিরাপত্তাও ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। গত সপ্তাহের ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচিতে ককটেলের আঘাতে আহত হয় দু’জন শিশু। যারা রাজনীতির সঙ্গে জড়িত নয়, রাজনীতির কিছুই বোঝে না। অথচ রাজনৈতিক দলের দায়িত্বহীনতার চরম শিকার হলো এরা। ৪ নভেম্বর থেকে আঠারো দল আবারো দ্বিতীয় দফায় ৬০ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে। আহূত এই হরতালে আরো ককটেল,আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সীমান্ত হয়ে দেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র প্রবেশের সংবাদ ইতোপূর্বে একাধিক বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। নির্বাচনকালীন সন্ত্রাসীদের অপতৎপরতা বেড়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগে প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনে সন্ত্রাসীদের পেশিশক্তির ব্যবহার মানুষ প্রত্যক্ষ করেছে। সে সব অভিজ্ঞতা সুখকর নয়। এবারের নির্বাচনকে সামনে রেখেও একই রকম অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। চোরাই পথে অবৈধ অস্ত্রের আমদানি, চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তির ঘটনা দেশবাসীকে আতঙ্কিত করে তুলছে। যে হারে ককটেল, বোমা ফাটছে তা নির্বাচনকালীন ইতিবাচক পরিবেশ অব্যাহত থাকার পথে বিরাট অন্তরায় হয়ে উঠবে। এ ছাড়া প্রতি মুহূর্তে স্বাভাবিক নাগরিক নিরাপত্তাও ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। গত সপ্তাহের ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচিতে ককটেলের আঘাতে আহত হয় দু’জন শিশু। যারা রাজনীতির সঙ্গে জড়িত নয়, রাজনীতির কিছুই বোঝে না। অথচ রাজনৈতিক দলের দায়িত্বহীনতার চরম শিকার হলো এরা। ৪ নভেম্বর থেকে আঠারো দল আবারো দ্বিতীয় দফায় ৬০ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে। আহূত এই হরতালে আরো ককটেল, বোমা ফুটবে না এর নিশ্চয়তা দেবে কে?
বিষয়: রাজনীতি
৮৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন