জেলে যেতে হবে মন্ত্রীকে
লিখেছেন লিখেছেন কিছু ৩০ অক্টোবর, ২০১৩, ১০:০৩:৫৪ রাত
স্কাইপে আলাপ রেকর্ড করে পত্রিকায় প্রকাশের দায়ে যেহেতু মাহমুদুর রহমানকে জেলে যেতে হয়েছে, সেহেতু খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের রেকর্ড যে মন্ত্রী প্রকাশ করেছেন তাকেও একদিন জেলে যেতে হবে। ফোনে কথা বলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত কাজ। দেশের মানুষ আশায় বুক বেধেছিল যে এবার কিছু একটা হবে। কিন্তু তারা এ ফোনালাপ প্রকাশ করে দিয়েছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। আমরা সবসময়ই সংলাপ চাই। সরকার নাকি সংলাপ নিয়ে উদ্বিগ্ন। কিন্তু বাস্তবতা হল সংলাপের নামে নাটক করে বেড়াচ্ছে সরকার। তারা অনেক নাটক করেছে। এখন প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন। দেশের মানুষ যা চায়, সরকার তা চায় না। দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু সরকার তা চায় না। মূলত আওয়ামী লীগকে অতীত টানছে। তারা সংবিধানকে ছেড়া নেকড়া বানিয়ে ফেলেছে সংশোধনীর মাধ্যমে।
বিষয়: রাজনীতি
৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন