নদীর কথা
লিখেছেন লিখেছেন খচচগ ০৪ নভেম্বর, ২০১৩, ১০:৪২:৩৬ সকাল
তোর বুকেতে জল আছে তাই
তরী বয়ে ভেসে চ্লা
জল ছাড়া ঐ নদীর বুকে
শুধুই ধূ-ধূ চরের মেলা
মানব রূপী দানব গুলো
তোকে নিয়ে করছে কত খেলা
দিন দুপুরের ভরাট করে
রুখছে স্রোতধারা
বিষের নালা ঢালছে তারা
করছে না তো মায়া
স্বচ্ছ সলিল হচ্ছে রে তাই
কালো কয়লার ছায়া
শ্বাস-প্রশ্বাসে যাচ্ছে যত
গন্ধমাখা বায়ুর ক্ষুদ্রকণা
লঞ্চ ট্রলারের জ্বলা তেলে
মীনকুলেদের মরা
নদী তোর বুকের এই দুঃখ গুলো-
সঙ্গী করে আমায় নিয়ে যা
সাগর দেখে মন ভুলেই
আবার বাষ্পে উড়া ।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন