হুজুর-হুজুর

লিখেছেন লিখেছেন তরবারী ২৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৩:২২ রাত

হুজুর টানে হুজুর ধরে

হুমকি আর ধমকি!

তুই বেদাতি,তুই কাফের

এই চলছে নটাঙ্কি।

শয়তান চলে নির্ভেজালে

হুজুর বলে ‘সালাম’ ভাই।

হুজুর দেখলেই হুজুরের,

মন বলে,খানিক চুলকাই।

আমিই হক ! বাতিল মারা

ঈমানের ভাই কাজ,

এই শ্লোগানে হুজুর-হুজুর

সাজছে যুদ্ধবাজ।

আসল বাতিল ‘শক্তি বেজায়’-

এই দেখে বলে “হেকমত”।

যার মাঝেতে আছে ঈমান

ডুবাতে তারে ঝাড়ছে মত।

হুজুর নাকি ইমানওয়ালা!

ঈমানের দেয় দাওয়াত!

এখন,কামড়াকামড়িই ঈমান তাদের,

ভ্রাত্বিত্ব করে বরবাদ।

গোবেচারা আরেক ‘হুজুর’ -

দেখলে আওয়াজ উচ্চে উঠে,

বাতিল শুধু ফেললে শ্বাস

দাড়িয়ে হুজুর দেয় মুতে।

ঈমান কি তোমার খাবলে ধরা!

আরেক হুজুরের সিনা ধরি ?

ভাইয়ে ভাইয়ে মিলন ফরজ,

বুঝবেন তবে বোধকরি !

বিষয়: সাহিত্য

৭২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File