ইসলামী আন্দোলনের নেতাদের অবস্থা!
লিখেছেন লিখেছেন তরবারী ২৮ এপ্রিল, ২০১৭, ০২:২৩:০২ রাত
ইসলামী আন্দোলনের নেতাদের মাধ্যমে ইসলামী আন্দোলন ব্যার্থ হওয়ার পিছনে সবচেয়ে মুল কারণ জনগণের সাথে তাদের সম্পৃক্ততা খুব কম।স্পেশালি উপমহাদেশ তথা বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতাদের কে সাধারণ জনগণ চিনে না বললেই চলে।
নেতাদের বেশীরভাগ আমল আখলাকের দিক থেকে হয়তো বেশ আছেন কিন্তু সাধারণ জনগণের পাশে তাদের খুব কমই দেখা যায়।
মোড়ের চায়ের দোকানে সকলকে নিয়ে একটু চা খাওয়া বা সাধারণের কষ্টে ছুটে যাওয়া বা সাধারণের সাথেই সবচেয়ে আন্তরিক সম্পর্ক বিস্তারে তাদের চরম কৃপণতাই তাদেরকে ভালো কিন্তু রহস্যজনক করে তুলে সাধারণ মানুষের সামনে।
যার ফলাফল এক দুই চারজন ছাড়া বাকীদের কে কেউ নেতাই মনে করে না বা চিনেই না।
এমনকি বিদেশের জীবনেও এমন নেতাদের দেখেছি যারা উপরের সারিতে বসে উপর উপর দিয়েই উপড়ে উঠে যাচ্ছে।যার কারণে তাদেরকে সামাজিক বা অন্যান্য কোন কিছুর আশেপাশে না পাওয়া যাওয়ায় অনেক মানুষ দাওয়াত পেতে ব্যার্থ হচ্ছে।
ইসলামী আন্দোলন ও খতিগ্রস্থ হচ্ছে।
নেতৃত্ব পায় সেই ব্যাক্তি যে যোগ্যতা সম্পন্ন।কিন্তু সে যদি এসব কে চাপ মনে করে তবে টার উচিত নেতৃত্ব ছেড়ে দেয়া।কারণ ইসলামী আন্দোলনের নেতার কাজই হচ্ছে সে জেগে থাকবে আর কর্মীরা নাক ডেকে ঘুমাবে।
এই যোগ্যতা যদি তার মাঝে না থাকে তবে বাকী দলগুলোর নেতাদের মধ্যে তাদের আর কোন পার্থক্য নেই।
ইসলামী আন্দোলনের নেতারা মৌমাছি না যে তারা শুধু রেডিমেড ফুল দেখে দেখে সেখান থেকে মধু সংগ্রহ করবে বরং তাদের কাজ বাগান তৈরি করা আর সকলেই জানে যে বাগান তৈরি কতটা কঠিন কাজ।
বিষয়: বিবিধ
৮৯৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যার ফলে নানা মুনীর নানা মত হয়ে যায় এবং এদের দিয়ে দল গঠিত হলেও সেটা মাস খানেকের মধ্যেই ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে ।
ঈমানের জোড় নেই বলেই সিপিবির চেয়েও এরা সংগঠিত না । এদেরকে লোভ দেখালে এরা খুব সহজেই সেটার পানে ছুটে যায় , তাতে ঈমানের পরোয়া থাকে না ।
বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই মুসলমান । এবং বাংলাদেশীরা প্রায় সবাই হুজুগে । তাই ক্ষনিক সময়ের জন্য এসব হুজুগে বাংলাদেশী মুসলমানদের মাতিয়ে রাখতে পারে এসব মোল্লারা যারা খুব রসিয়ে রসিয়ে , গলা ফাটিয়ে রগরগে কথা বলে । বোকা মানুষেরা আবার এ স্টাইলের কথা খুব পছন্দ করে ।
তাই ভোটের প্রাক্কালে এসব মাথামোটাদের বড় বড় রাজনৈতিক দল পেতে চাইবে তাদের সন্মোহনী ফাঁকা বুলির জন্য ।
এসব ইসলামী দল যদি এতই জনপ্রিয় হয় তাহলে তারা একটা দল হয়ে দাঁড়ায় না কেন নির্বাচনে অন্যের উপরে ওঠার সিঁড়ি না হয়ে ?
কারণ - ধর্মের বিষয়ে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান জানে কম, তবে বুঝে ও বলে বেশী । পারে না কিছুই।
মন্তব্য করতে লগইন করুন