“হচপচ”

লিখেছেন লিখেছেন তরবারী ১১ এপ্রিল, ২০১৭, ০৩:৩৮:৩৬ রাত

পদ পদবী আর অবস্থা যোগ্যতার মাপকাঠি।

তাতে অযোগ্যরাও যোগ্যতার ডক্টর।

মনে আছে এক জেলা প্রশাসক কবিতার বই লিখেছিলেন।বেশ ভালো কাটতি হয়েছিল।কারণ পদবী আছে।

আবার ফ্রান্সে যারা আছেন তারাও এই বিষয়টা খুব ভালো বুঝে।অশিক্ষিত,অর্ধশিক্ষিত লাঙ্গল টু বিদেশ গুলো ও একেকজন জ্ঞানের অঘোষিত বিশ্ববিদ্যালয়।

আবার এ দিক থেকে মেয়েরাও বেশ উচ্চপদস্থ।কিছু একটা লিখলেই হল।

ফাটিয়ে ফেলছেন,মারাত্মক সুন্দর ইত্যাদি ইত্যাদি নানা কমেন্টে তাদের চেয়ে বড় লেখিকা বা কবি সাহিত্যিক জগতে কেউ নাই,ছিলও না আর আসবেও না।

সবাই যোগ্য,যার যার অবস্থান থেকে।কাউকে ছোট বা হেয় করার কিছু নেই।তবে গড়পড়তায় ৫ ফিট ৫ ইঞ্চি হয়ে ৫০ ফিট লম্বা বাঁশের ভাব ধরে আসলে সবকিছুকে গড়বড় করে দেয়া হয়।

আবার যে যা না তার সম্বন্ধে তার চেয়ে বেশী প্রশংসাও ব্যাক্তির ক্ষতি করে।নিজের ব্যাক্তিত্ত তো নষ্ট হয়ই।

উৎসাহ দেয়া ভালো,তাতে নিরপেক্ষতা বজায় রেখে এটা করাও উচিত।তবে তেল আর পাম সুদূরপ্রসারী সামাজিক,মানবিক আর সামগ্রিক ক্ষতির দিকে ধাবিত করে।

আর সমালোচনা ! লেখক মানেই এটা কে গ্রহণ করতে হবে।একটা প্রসব করে দিয়েই পশ্চাতদেশ দেখিয়ে দেয়া অন্তত সৃষ্টিশীল মানুষের গুন হতে পারে না।

ইদানীং তো লাইক কমেন্ট একটা বিশাল ব্যাপার।এটা কেউ সরাসরি চায় আবার কেউ কৌশলে।

যেমন,কে কে ইনএকটিভ তাদের বাদ দিয়ে কিছু একটিভ ঢুকানো হবে।মানে কি?

মানে লাইক কমেন্ট করো না কেন !!!

আপনি একটিভ তো!

যোগ্যতা আসলে অযোগ্যদের অযোগ্যতা ঢাকার চাদরে ঘেরা হয়ে দুর্লভ চাঁদ হয়ে গেছে।

তবে কথায় আছে না,আকাশে চাঁদ উঠলে সে সকলের দৃষ্টি গোচর হবেই।তাই আপন ঢোলের বারিতে যতই শব্দের ঝঙ্কার উঠুক না কেন আরিফ আজাদ বা এপিজে আবুল কালাম,নজরুল রা ঠিকই তাদের আলো ছড়াতেই থাকবে।তাদের ঢোল লাগে না।

কিন্তু এমনভাবে বাজে যে তার তাল আর কুল পাওয়া যায় না।

বিষয়: বিবিধ

৮৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382612
১১ এপ্রিল ২০১৭ রাত ০৮:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক মাথায় ঢুকলো না!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File