রক্ত দিয়ো না।

লিখেছেন লিখেছেন তরবারী ১৩ মার্চ, ২০১৭, ০৩:০০:৩৩ দুপুর

মৃত্যুর মধ্য দিয়ে যদি জীবনের সব হিসেব চুকে যেত তবে নাস্তিকতাবাদের প্রাকৃতিক নিয়ম ও এমন ভালো মন্দ নিয়ে জীবন মরণের খেলা খেলতো না।প্রকৃতি তার লীলা থেকে যদি কাউকে পাঠিয়ে থাকে তবে কাছে টেনে নিয়ে যে বিচার করবে না এমন কথার উত্তর ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করা যায় তবে ভিত্তিহীন প্রমাণ করা যায় না।

চারদিকে গুম,হত্যা,মৃত্যুদণ্ড চলছে উৎসবের মত।ক্ষমতার অন্ধত্ব যদি এতোই শক্তিশালী হতো তবে পৃথিবীর সবচেয়ে বেশী সময় শাসন করা ফারাও সম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসক ফেরাউন নদীতে চুবে মরতো হতো না।

প্রতিদিন কোন না কোন অঞ্চল থেকে মায়ের বুক থেকে ছিনিয়ে নেয়া হচ্ছে কাউকে না কাউকে।আইনের শাসন এর দাবী শেষ হয়ে মানুষের দাবী হয়ে উঠেছে ছোটবেলার রূপকথার গল্পের মত,যে রাক্ষুস প্রতিদিন আসে সে যেন মা আর না আসে।

মা ও এখন রাক্ষুস ডাকে না খোকার জন্য,কিন্তু রাক্ষস এসে দিয়ে যাচ্ছে কান্নার সাগর।

উন্নয়নের বাণী যদি জীবনের বলি হয় তবে দেবতা তোমার আর কত চাই?কত বলি দানে তুমি খুশী হবে?

সংসদ তোমাদের,ক্যাম্পাস,পুলিশ,ব্যাঙ্ক,বীমা সবই তো তোমাদের তাহলে আমাদের মায়েদের কাটা ছেঁড়া রক্ত উপহার না দিলেই কি নয়!

মৃত্যুই কি শেষ!তুমি কি চিরঞ্জীবী এর গ্যারান্টি নিয়ে এসেছ?পরলোকে ওরা খাবলে ধরলে!

“অতঃপর ওদেরকে হাসতে দাও,ওরা কিছুক্ষণ হেসে নিক” - তারপর !!!!

বিষয়: বিবিধ

৭৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File