বিএনপি ক্ষমতায়!
লিখেছেন লিখেছেন তরবারী ০৩ মার্চ, ২০১৭, ০২:৪৯:৫৪ রাত
ক্লাশের একদম লাস্ট বেঞ্চের ছাত্রের সঠিক মনের ধারনার অবস্থা যদি কেউ জানতে পারেন তবে দেখবেন যে সে ২০ আন্সার করে এসেও পাশের চিন্তা করে।
চিন্তা করে আন্সার তো করেছি ২০।এখন স্যার যদি খেয়াল না করে আর আমিও অনেকগুলো প্রশ্নের নাম্বার লিখেছি তো স্যার যদি সেভাবে নাম্বার দেয়া শুরু করে তবে তো আমি ৩৩ হয়তো পেয়ে যাবো।
সে পড়বে না,আন্সার কম করবে আবার পাশের আশাও করবে।খোঁজ নিয়ে দেখবেন মাঝে মাঝে সে লেটার মার্ক্স বা বর্তমানে A+ পাওয়ার চিন্তাও করতে থাকবে।
ছোটখাটো আধমরা,দল খেদানো,বেইল না পাওয়া রাজনৈতিক দলগুলোওঁ এক সময় এরকম ভাবতো।
কিন্তু হালে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি ও এরকম ভাবা শুরু করেছে।
গ্রহণযোগ্য ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি নাই,আন্দোলনের মুরোদ নাই,একে অপরের প্রতি বিশ্বাস নাই,দলের প্রতি কমিটমেন্ট নাই বরং দলে থেকে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যখন আওয়ামীলীগকে ক্ষমতা পাকা করে দিয়েছে তখন তারাই কোন কিছু করা ছাড়াই আশা করতেছে ২০ মার্ক্স আন্সার করেই কমপক্ষে ৩৩ বা কল্পনায় এ প্লাস পাওয়ার আশা করে গোপনে গোপনে খুশীতে মুচকি মুচকি হাসে।
আওয়ামীলীগের ক্ষমতা শক্তিশালী মানে এই না যে ক্ষমতা চিরস্থায়ী তবে বিএনপির কল্পনা আর ফাউ প্রত্যাশার যুতসই প্রবাদটি হতে পারে
“পাগলের সুখ মনে মনে,দিনের আকাশে তারা গুনে” ---
কেন?
১৪ জানুয়ারির ইলেকশন যেমন বিএনপির সহায়তায় হয়েছে তেমনি দেশনেত্রী খালেদা জিয়ার জেলে যাবার ব্যবস্থাপনাও বিএনপির উপরের সারির নেতাদের মৌন সমর্থন বা ইচ্ছায়ই হতে যাচ্ছে।
তাই আমরাও সেইভাবেই কল্পনা করে চলেন ঘুমাতে যাই যে
“সকালে উঠে দেখবেন হাসিনা সবাইকে সংসদে ডেকে দেশনেত্রী খালেদা জিয়া কে প্রধানমন্ত্রীর আসনে নিজ হাতে বসিয়ে বলবে,বুবু এটা আপনাদেরই প্রাপ্য-আমরা তো শুধু সংবিধান রক্ষা করেছি”
বিষয়: বিবিধ
৮৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর মঈন তার দলবল দিয়ে বিএনপিকে দৌড়ের উপর রেখেছিলেন । মান্নান ভূঁইয়াকে দিয়ে সংষ্কার প্রস্তাব দিয়ে বিএনপির দুধের মাছি টাইপ নেতাদের আরও উড়ু উড়ু করে দিয়েছিলেন।
আওয়ামী লীগও এরকম পরিস্থিতিতে পড়েছিল । তবে আওয়ামী লীগের সবচেয়ে বড় দিক হল - তাদের নেতারা সবাই হাসিনাকে নিজের জীবনের চেয়েও বেশী ভালবাসে । বিএনপির এক মান্নান ভূঁইয়ার বিপরীতে আওয়ামী লীগের চার চার জন পান্ডা সংষ্কার প্রস্তাব দিলেও দলটা ঠিকই টিকে ছিল এবং আছে।
হাসিনাকে বিদেশে পাঠাতে পারলেও খালেদাকে পাঠাতে পারে নি । কিন্তু খালেদার এই দৃঢ়চেতা মনোভাবের কোন মূল্যই নেই দলের কোন সিনিয়র নেতাদের কাছে । কৌশল করে হাসিনা ঠিকই এখন ক্ষমতায় যেটা রাজনীতিরই আসল মূলনীতি।
মন্তব্য করতে লগইন করুন