এসব কি?

লিখেছেন লিখেছেন তরবারী ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ০৫:৩৪:০৭ সকাল

বাসায় প্রথম যখন ডিশ আনলাম।এনটিভি তে একটা ধারাবাহিক নাটক দেখাতো।নতুন নতুন ডিশ লাইন,তাই সেই নাটকটা দেখা হট রেগুলারলি।নাম মনে নেই,চরিত্র গুলোও মনে নেই।

তবে আফজাল শরীফ বাসার কাজের লোক ছিল।বাসার বড় মেয়ের স্বামী আমেরিকা থাকে।

সেই মেয়ের সাথে যে কথা বললেই সেই কথা টেনে সে তার স্বামীর কাছে নিয়ে যাবেই যাবে।

তো একদিন কাজের লোক বলছে,

আপা আপনি আসলেই অনেক ট্যালেন্ট।আপা কিছুটা লজ্জায় কাঁচুমাচু হয়ে বলল তাই নাকি?কেমন?

আপা,এই যে আপনি যে কোন কথাকেই টেনে হিঁচড়ে যে কোন উপায়ে সেটা ভাইয়া পর্যন্ত নিবেনই।এটা তো আর যেই সেই কথা না।সুপার ট্যালেন্ট।

বাঙ্গালীও ও সেই ট্যালেন্ট।

২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবস,সেখানও ৩০ লক্ষ শহীদ,মা বোনের ইজ্জত বিরঙ্গনাদের ইতিহাস আর সারাদিন ব্যাপী ৭ই মার্চের ভাষণ।

২৬ শে মার্চ,১৬ই ডিসেম্বর,১৫ই আগস্ট,২৩ শে জুন,রাসেলের জন্মদিন,হাসিনার,বাকীদের ---- চলছে ৭ই মার্চ।

টেনে নিতেই হবে।

এরপর শিশুদের খাবার নিয়ে অনুষ্ঠান।

টেনেটুনে রাজাকার আর শেখ সাহেব।রাজাকারদের জন্য শিশু খাবার পায় নাই আর শেখ মুজিব সাহেব তো শিশু ছাড়া কিছুই বুঝতেন না।

মাটির উর্বরতা বৃদ্ধি নিয়ে আলোচনা অনুষ্ঠান।

সেখানও রাজাকার আর শেখ সাহেব পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া।

বাঙ্গালী আসলেই সুপার ট্যালেন্ট।

তেলের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করেও তেলের গবেষণা বাঙ্গালী চালিয়েই যাবে।

দুটি দল অসম্ভব তেলের খনি,এতো দাম যে পাবলিক প্রতিনিয়ত ঘাম আর রক্ত দিয়েও তার দাম দিয়ে কুলাতে পারে না।

যদিও বিশ্ববাজারে এর মূল্য “তলাবিহিন ঝুড়ির খেতাব”।

কেউ জয় বাংলাও বলতে পারেন কেউ বা জিন্দাবাদ ও বলতে পারেন।

বিষয়: বিবিধ

৯১৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381986
২৩ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:০৪
381991
২৩ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৪:২৭
হতভাগা লিখেছেন : বঙ্গবন্ধু ও তার পরিবার - বাংলাদেশ - স্বাধীনতা - রাজাকার - ৫২(২১) - ৭১ - আওয়ামী লীগ - শেখ হাসিনা

এসব নাম ওতোপ্রতোভাবে জড়িত । একটাকে টানলে বাকীগুলোও চলে আসে।
২৩ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:০৮
315784
তরবারী লিখেছেন : প্রশ্নই আসে না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File