বিড়ালটার কি দোষ ?
লিখেছেন লিখেছেন তরবারী ২৮ জানুয়ারি, ২০১৭, ০৮:৫৫:৪৪ রাত
বিড়াল টাকে বলে গেলাম রোদে শুকাতে থাকা মাছ গুলো পাহারা দিতে যাতে কেউ না নিতে পারে।
সারাদিন নিশ্চিন্তে ঘরে বসে কাজ করতে থাকলাম।মনে মনে খুব খুশী,দুষ্ট বিড়ালটা সারাদিন আর এদিকে আসে নি। খুব দারুণ পাহারা দিচ্ছে তাই খুশী হয়ে দুধ নিয়ে গেলাম।
বিড়ালের সামনের সব কিছু ফাঁকা দেখি।একটা মাছের মাথা তার মুখে,সে চিবোচ্ছে।
হতবাক আমি যেই বিড়ালকে বললাম ঘটনা কি !
সে বলল মালিক,দুধ আর মাছকে তো আমি সবসময় আমার নিজের মনে করি তাই ভুলে গিয়েছিলাম যে আপনি শুকাতে দিয়েছেন।আপনাকে দেখে মাত্র মনে হল !
আমি হাসলাম,দুঃখে- শুটকি খাওয়ার দুঃখে না --- নিজের গাধামি দেখে----
বিড়ালের সামনে দুধ আর মাছ রাখলে কি সে রাখবে ?
সোনালী ব্যাঙ্ক খেয়ে ফেলেছে,রুপালী,জনতা এই সেই কোন কিছুই বাদ নেই।
সেখানে ইসলামী ব্যাঙ্ক কে নাকি আরও উন্নতি করার জন্য তাদের আয়ত্তে নিয়েছে।
সে কি আর বলতে !!
দেশ আর দেশের সব তো তাদের নামে,তো এই টাকা দেখে কি আর লোভ সামলানো সম্ভব !
দরবেশ বাবার সুনজর পড়েছে।শামিম আফজাল তো নুরের নজর-ই দেয় সবসময়।
ওই তো যখন মনে পড়বে তখন আবুল মাল আব্দুল মুহিত বলবে “ রাবিশ “
====
হাসিনা দুর্নীতির উন্নয়নের প্রতিযোগিতায় দুর্নীতি শব্দটি বাদ দিয়ে উন্নয়ন উন্নয়ন বাণী দিয়েই যাবে।
আসলে আমরা জাতিটাই খবিস ----
আমরা এইসব গুন্ডাদের রাজনীতি করতে দেই।দুরবৃত্তায়ন তারা কি করবে আমরাই তো তাদের উৎসাহ দেই।
বিষয়: রাজনীতি
৮৬০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন