হাস্যকর দেশ আর রাজনীতি !
লিখেছেন লিখেছেন তরবারী ২৭ জানুয়ারি, ২০১৭, ০৬:২৯:২২ সকাল
দেশে নাটক চলছে।পরিচালক,প্রযোজক,প্রকাশক সব এক --- কুশীলবগুলো শুধু লিপ্সিং করছে।
ট্রেইলার দেখাচ্ছে আমাদের,মুল কপি দাদার কাছে।সেন্সর বোর্ড সেন্সর করে কারণ দর্শাও পাঠাচ্ছে গুটিকয়েক শব্দের উপর।
হা ক্রে তাকিয়ে থাকা মিডিয়া ও পার থেকে খেয়েই কেউ বা বমি কেউবা মল হিসেবে উগড়ে দিচ্ছে।
আমরা গোগ্রাসে গিলছি আর বলছি
“যা রটে,তা কিছু বটে”
‘তাই তো এসব যে ঘটে’
------------------
পুতুল রাষ্ট্রপতির কাছে পুতুলের বিয়ে দিতে যাচ্ছে রাজনৈতিক দল। আণ্ডা ভুনা দিয়ে যে পার্টি হবে সে জেনেও রাজকীয় হাসি দিয়ে হাজির।
“গাঁয়ে মানে না আপনি মোড়ল”- সরকারকে কি আর অবৈধ বলা উচিত! ঝোলের মধ্যে কি মাছের কিছুই লাগে নাই ? ভাব ধরে “মাছ খাই না,মাছের ঝোল খাই” টাইপ হিজড়াদের নিয়ে যে সাপ লুডু খেলা হচ্ছে তা তাদের গাঁয়েই লাগে না।
“মানীর মান আল্লাহই রাখে,জুতা দিয়া পিটালেও যায় না” - সত্যিই মান যায় না।
বাদামের দাম বেরে গেছে হয়তো তাই বাদাম দেখি না।তবে তেলের দাম কমেছে আর সেই কারনেই বিরোধী দল তেল বেশী মারতে উদ্রিব - যদি লাইজ্ঞা যায়।
============
দেশ কোমায়।ডাক্তারের তো আর অভাব নেই।তবে দুঃখের বিষয় হাতুড়ে বিশিষ্ট ডাক্তার এরা।এমবিবিএস এর মর্ম কিভাবে বুঝে?
তাই শুধু ধর্ম হটাও বুঝে,অন্যায় হটাও ভুলে গেছে।
==========
“আসিতেছে শুভদিন,নৌকা মার্কায় ভোট দিন।” - এত শুভ যে শুভ মোহাম্মাদ কে শুভ পাল হয়েই বাঁচতে হবে- হয়ে যাচ্ছে চূড়ান্ত।
চলেন সবাই মিলে একটা হাত তালি দেই।
বিষয়: রাজনীতি
৯৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন