ইসলামী ব্যাঙ্ক আর ম্যাতকার
লিখেছেন লিখেছেন তরবারী ১২ জানুয়ারি, ২০১৭, ০১:৪০:৫৩ রাত
ইসলামী ব্যাঙ্কে যারা টাকা রেখেছেন বা বিনিয়োগ করেছেন তা তুলে ফেলেন।
শেষ।
এটা নিয়ে কান্নাকাটি নিতান্তই দুর্বলতা ছাড়া আর কিছু না।
ইসলামী ব্যাঙ্ক জামাতের কিছু না।তবে জামাতের আদর্শিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামী শরিয়াহ ভিত্তিক একটি ব্যাংকিং ব্যাবস্থা ছিল।
এটা জনগণের কল্যাণের নিমিত্তে তৈরি হয়েছিল।
জনগণ এটা বাঁচাতে চায় না।
এই ভেবেই এটার কথা ভুলে যাওয়াই উচিত।
জামাত শেষ হয়ে গেছে? নাহ
আদর্শ শেষ হয়ে গেছে? নাহ
সেটাই ধরে রেখে ইসলামী সমাজ ব্যাবস্থা চালু করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
যে সমাজের শুধু ইসলামী ব্যাঙ্ক না পুরো অর্থনৈতিক সিস্টেম হবে ইসলামিক।
আপনি যতই মায়া কান্না করেন ইসলামী ব্যাঙ্ক আর বাঁচবে না।শুধু শুধু এটা নিয়ে পরে না থেকে কর্মপদ্ধতি ঠিক করুন।
আরেকটা কথা,হাসিনা কে গালি দিয়ে কোন লাভ নেই।শুধু শুধুই আপনার সময় নষ্ট।
পাশাপাশি এটাও মনে রাখতে হবে আওয়ামীলীগ ছাড়া ইসলাম কায়েম হবে না।
মানে বোঝাতে চাচ্ছি আওয়ামীলীগের এই বিশাল অংশের সমর্থকরাই ইসলাম কে ধারণ করবে এ দেশে ইসলামী সরকার প্রতিষ্ঠা হলে।
তাই সবাইকে গণহারে গালিগালাজ না করে ভালবাসতে শিখুন।ভালোবেসে তাদের কে দখল করুন।
মানে এই নয় যে বিপ্লবের স্পৃহাকে কবর দিবেন।
ভালোবাসা বিপ্লবের সবচেয়ে বড় অস্ত্র।অস্ত্র ধারণ অনেক পরের বিষয়।
তবে কিছু কিছু আলেম নামক মুনাফেকের ব্যাপারে সতর্ক থাকা অত্যান্ত জরুরী।
ফেইসবুকে যারা জামাত শিবিরের বাইরে কাউকে পেলেই গালিগালাজ করে তারা মুল সংগঠনের উন্নত পর্যায়ের কেউ না।এদের ব্যাপারে সাবধান থাকতে হবে এবং পাশাপাশি এদেরকেও দাওয়াতের আওতায় আনতে হবে।
“ইসলামী ব্যাঙ্ক মরেনি,উন্নতির ধারাকে থামিয়ে দিয়েছে লুটেরার দল”- বাংলাদেশ কি নিরাপদ !!!
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
“ইসলামী ব্যাঙ্ক মরেনি,উন্নতির ধারাকে থামিয়ে দিয়েছে লুটেরার দল ।
I think in general term Islamic Bank did not die but reality is these bank are now no longer a Islamic Bank in terms of Islamic juresprudence.
it is important to note that the the path and philosopy of Islamic bank left for us are never die.
মন্তব্য করতে লগইন করুন