কোথায় মানবতা তুমি !
লিখেছেন লিখেছেন তরবারী ০১ জানুয়ারি, ২০১৭, ১০:০৬:৫৪ সকাল
এই কান্নার কোন ভাষা নেই জানা
নাই কোন ক্যাপশন
বুকের ব্যাথা চাপায়ে রেখে
মুক্তির খুঁজি অপশন।
কোথায় মানবতা তুমি
কোথায় মানবতা তুমি
কোথায় হে মানবতা তুমি !
পশুর জন্য কেঁদে হাহাকার
মানুষ মরে সারা
নারী নারী কত কত চিৎকার
সেও তো পাচ্ছে না ছাড়া !
একই রক্তে মানুষ মোরা
মোদের রক্তে ফ্যাশন
বাঁচাও বাঁচাও করছি চিৎকার
আর কত ম্যানশন !
কোথায় মানবতা তুমি
কোথায় মানবতা তুমি
কোথায় হে মানবতা তুমি!
আরাকানের বুকে পশুর খাদ্য
সাগরের জলে দস্যু
বংগদেশে সীমানা প্রহরী
কারে দেখাই এই অশ্রু !
মা বোন খোলা ন্যাংটা হয়ে
বিবস্ত্র নয় ফ্যাশন
বাঁচাও বাঁচাও বাঁচাও দুনিয়া
ফাইন্ড আউট দা অপশন।
কোথায় মানবতা তুমি
কোথায় মানবতা তুমি
কোথায় হে মানবতা তুমি !
বিষয়: বিবিধ
৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন