শাকিল-মৃত্যু-হিসাব

লিখেছেন লিখেছেন তরবারী ০৭ ডিসেম্বর, ২০১৬, ০৪:৪৫:৪১ রাত

মাহবুবুল হক শাকিল মারা গেছে।

আহ্লাদিত বা দুঃখিত কোনটাই হবার মত রাজনৈতিক মানসিকতা পোষণ করছি না বা করারও চিন্তা করি নি।

কিন্তু দুঃখ একটা বিষয়।

কাল তার জানাজা হবে,পড়া হবে মিল্লাতে রাসুল এর অনুসারী হিসেবে এবং কবরেও মিল্লাতে রাসুলের অনুসারী হিসেবে রেখে আসা হবে।

অথচ তার সারাজীবনের আদর্শ ছিল মুজিবীয় আদর্শ,ধর্মনিরপেক্ষতার আদর্শ এবং চরিত্রহীনতার যদি কোণ উদাহরণ দিতে হয় তবে তার নাম প্রথম সারিতে না আসলে তার ডেজিগনেশন টাই যথার্থ হয় না।

"নারী-মদ-আকাম-কুকাম" এসবের সমার্থক শব্দ - মাহবুবুল হক শাকিল।

এই ব্যাক্তির সর্বশেষ দায়িত্ব ছিল অতিরিক্ত সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী!

একজন মানুষ যিনি নিজেকে খাঁটি মুসলিম দাবী করেন,তাহাজ্জুদ এর প্রচারের জন্য অনেক টাকা খরচ করেন তার ব্যাক্তিগত ঘনিস্ট জন কিভাবে শাকিলের মত লোক হতে পারে?

যদি তাই-ই হয় তবে উনি মুখে যা ভালো কথা বলেন কাজে যে তার বিপরীত জঘন্য চরিত্রের সে কথা বোঝাতে আপনাদের আর কত উদাহরণ দিতে হবে?

সৈয়দ আশরাফ (চরিত্রহীন মদখোর) শামিম উসমান ( খুনি গড ফাদার) ইনু (শেখ মুজিব সাহেবের খুনিদের একজন) এই সকল বিশেষ চরিত্র যার প্রিয়জন এবং তার সরকার পরিচালনা করে সেই সরকার দেশ,সংস্কৃতি ও ধর্মের জন্য কতটা বিষাক্ত ও ক্ষতিকর এবং তাদের সমর্থন দাতারা কত টুকু সমর্থনকারী অপরাধী সেটা বিবেকবান মাত্রই বোঝার কথা।

যাই হউক যেখানে ছিলাম,অনিবার্য মৃত্যু যখন টেনে নিয়ে গেছে তখন দুনিয়ার জীবন ও দুনিয়াবি আদর্শ তার সাথে কিভাবে গেলো?

অন্ধকার কবর যখন পাপিষ্ঠদের গ্রাস করবে কে আছে তাকে উদ্ধারের?

আর দুনিয়াতে রাসুলের সকল আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে কিয়াভবে মিল্লাতে রাসুল হয়?

আল্লাহই তার জন্য উত্তম ফয়সালাকারি।যারা বেঁচে আছেন তারা এই মৃত্যু থেকে শিক্ষা নিন,এর কোন সময় নেই।তওবা করার যে প্ল্যান করে রেখেছেন তার জন্য কোণ সময় দেয়া হবে না।

আজকেই সময় তওবা করার।আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দিক,আমাদের মাফ করুক।আমীন।

বিষয়: বিবিধ

১১৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380525
০৭ ডিসেম্বর ২০১৬ সকাল ০৬:৫৩
নাবিক লিখেছেন : মরার সময়ও সে একটা জাপানী রেস্তোরায় অবস্হান করছিলো, আর এইসব রেস্তোরায় যে কী হয় তা তো সবারই জানা।।
380527
০৭ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:৩৬
হতভাগা লিখেছেন : উনি নাকি ফেসবুকে কি সব স্ট্যাটাস মেরেছেন ?

http://www.facebd.net/newsdetail/detail/200/264193
380530
০৭ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৩৫
আবু জান্নাত লিখেছেন : আহ! এসব মানুষের জন্য আফসোস হয়।
অথচ তার সারাজীবনের আদর্শ ছিল মুজিবীয় আদর্শ
কথাটি একটু ব্যখ্যা করলে ভালো হয়। শেখ মুজিবতো অনেক ভালো কাজও করেছেন।
২৮ জানুয়ারি ২০১৭ সকাল ০৬:১৫
315497
তরবারী লিখেছেন : অবশ্যই ভালো কাজ করেছেন --- একজন মুসলিম হিসেবে আদর্শ এর ব্যাপারে মনে হয় বেশী বুঝানোর দরকার নেই। আল্লাহ্‌ বলেন “ রাসুলের জীবনই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ” - শেখ মুজিব সাহেব কোনদিন নামাজ রোজার দাওয়াত দিয়েছেন এমনটা পেয়েছেন কোথাও ? তাহলে উনার আদর্শ যারা পাবে তারা তাই করবে তাই নয় কি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File