আদর্শ চোর নিকেতন
লিখেছেন লিখেছেন তরবারী ২৩ নভেম্বর, ২০১৬, ০৭:২০:১৬ সন্ধ্যা
একদা মুজিব করেছিলেন আফসোস
বলেছিলেন আক্ষেপে
সকলেই পায় দামী দামী খনি
চোর যে মোর খেপে।আদর্শ চোর নিকেতন
সাড়ে সাত লাখ কম্বল এলো হায়
আমার খানা কই
চাটার দল চেটে পুটে খেয়েছে
কেমন করে সই!
ছেলেটাও তারে দিলো না রেহাই
করলো ব্যাঙ্ক ডাকাতি
কল্কিতে টান মেরে মেরে ভাবতো
আদর্শের এ কি বেসাতি!
বিদেশ থেকে দান খয়রাত নিয়ে
আসতো যত লড়ী
হোমরাচোমরাদের সকলে মিলে
খেয়ে নিতো পেট পুরি।
সেই নিকেতনের ছাত্ররা এখন
বড় হয়েছে বেশ
কালা বিলাই,আবুল,মুহিত
ধরে রেখেছে রেশ।
আদর্শের কি শিক্ষারে বাবা
দিনে দিনে উন্নত
রাষ্ট্রদূতের ব্যাগ চুরি করে
হয়েছে জাতি সমুন্নত।
(বিঃদ্রঃ কবিতার ছন্দে ব্যাবহারের জন্য মুজিব লিখা হয়েছে,হবে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান)
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পিলাচ
পিলাচ
পিলাচ
পিলাচ
পিলাচ
ভীষণ ভালো লাগলো লিখাটি।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন