আদর্শ চোর নিকেতন

লিখেছেন লিখেছেন তরবারী ২৩ নভেম্বর, ২০১৬, ০৭:২০:১৬ সন্ধ্যা

একদা মুজিব করেছিলেন আফসোস

বলেছিলেন আক্ষেপে

সকলেই পায় দামী দামী খনি

চোর যে মোর খেপে।আদর্শ চোর নিকেতন

সাড়ে সাত লাখ কম্বল এলো হায়

আমার খানা কই

চাটার দল চেটে পুটে খেয়েছে

কেমন করে সই!

ছেলেটাও তারে দিলো না রেহাই

করলো ব্যাঙ্ক ডাকাতি

কল্কিতে টান মেরে মেরে ভাবতো

আদর্শের এ কি বেসাতি!

বিদেশ থেকে দান খয়রাত নিয়ে

আসতো যত লড়ী

হোমরাচোমরাদের সকলে মিলে

খেয়ে নিতো পেট পুরি।

সেই নিকেতনের ছাত্ররা এখন

বড় হয়েছে বেশ

কালা বিলাই,আবুল,মুহিত

ধরে রেখেছে রেশ।

আদর্শের কি শিক্ষারে বাবা

দিনে দিনে উন্নত

রাষ্ট্রদূতের ব্যাগ চুরি করে

হয়েছে জাতি সমুন্নত।

(বিঃদ্রঃ কবিতার ছন্দে ব্যাবহারের জন্য মুজিব লিখা হয়েছে,হবে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান)

বিষয়: বিবিধ

৯৫৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380009
২৩ নভেম্বর ২০১৬ রাত ১০:৪৬
আফরা লিখেছেন : আর্দশ চোর নিকেতনে ভর্তি চলিতেছ ! আসন সংখ্যা সীমিত ,তাই শুধু অভিজ্ঞদের নেয়া হবে ।
২৪ নভেম্বর ২০১৬ সকাল ১০:৫০
314569
সত্যের বিজয় লিখেছেন : হাসাইলেন আপুমনি। বাস্তবতা এর চেয়েও ভয়াবহ
২৮ নভেম্বর ২০১৬ দুপুর ০২:১৯
314715
তরবারী লিখেছেন : হা হা হা --- আসন সংখ্যা বেড়েছে এখন --- এই বিদ্যা ছাড়া আর কোন শিক্ষাই নেই এখন
380022
২৪ নভেম্বর ২০১৬ রাত ১২:৩৪
কুয়েত থেকে লিখেছেন : সাড়ে সাত লাখ কম্বল এলো হায় আমার খানা কই চাটার দল চেটে পুটে খেয়েছে কেমন করে সই!জাতির কপাল মন্দ তাই সইতেই হবে। ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ
২৮ নভেম্বর ২০১৬ দুপুর ০২:২২
314716
তরবারী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
380046
২৪ নভেম্বর ২০১৬ দুপুর ১২:১৩
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
পিলাচ
পিলাচ
পিলাচ
পিলাচ
পিলাচ
২৮ নভেম্বর ২০১৬ দুপুর ০২:২২
314717
তরবারী লিখেছেন : ধন্যবাদ
380056
২৪ নভেম্বর ২০১৬ বিকাল ০৪:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

ভীষণ ভালো লাগলো লিখাটি।

জাজাকাল্লাহু খাইর।
২৮ নভেম্বর ২০১৬ দুপুর ০২:২২
314718
তরবারী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File