রক্তে ভাসা জনপদ

লিখেছেন লিখেছেন তরবারী ২৭ অক্টোবর, ২০১৬, ০৩:৫৬:১৬ রাত



রক্তে ভাসছে এই জনপদ

সাগর সাগর ভরা

প্রিয়জনের আহাজারি

ভুবন দিশেহারা।

হায়েনার চোখ রক্তখেকো

মায়ের বুকের উপর

শহীদ ভাইয়ের শাহাদাতে

কান্না টাপুর টোপর।

কোথায় তোমার রহম প্রভু

আর কত চাও রক্ত

তোমার মদদ দিয়ে প্রভু

হৃদয় করো শক্ত।

প্রিয়জনের অবুঝ ক্রন্দন

সইতে পারি না

দূর করে দাও সকল কঠিন

সকল যে যাতনা।

রক্ত যদি চাও আরও

নাও গো তুমি সব

এই জমিনে তোমার দ্বীন

দাও না তুমি রব।

বিষয়: বিবিধ

৮৫৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379142
২৭ অক্টোবর ২০১৬ রাত ১০:৪৪
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো /
২৮ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
314010
তরবারী লিখেছেন : শোকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File