কিছু হবে না রে !
লিখেছেন লিখেছেন তরবারী ০৯ অক্টোবর, ২০১৬, ০৫:২১:২১ সকাল
বদরুলের কিছু হবে না রে,কিছুই হবে না
আর তোদের কথা! কি আর বলবো !
কালই তো সব ভুলে গিয়ে কেএফসির চিকেন
ফ্রাইড রাইস,পিজ্জা আর ন্যাসক্যাফে ঝড় তুলবি
বাবার কাড়ি কাড়ি টাকা এনে,
গার্ল ফ্রেন্ড কে ১২০০ টাকার আইসক্রিম খাওয়াবি
পার্কে,অলিতে গলিতে বসে একটা জারজের জন্ম দিবি
পাখী সিরিয়ালে গা এলিয়ে দিয়ে আয়েশ করবি
অথবা ক্রিকেটের পর্দায় সুপার গ্লু দিয়ে
আটকে দিবি চোখ,বিবেক আর সব।
আর তার মাঝেই ভুলে যাবি বোন তনু কে
সাগর রুনি কে,বিশ্বজিত কে।
তোদের লাফানো আর সব
ফেইসবুকের পাতায় পাতায়,এ আরেক কৌতুক!
বড় সাইকো মনে হয়,তোদেরকে
তোরা বদরুলকে ছিঃ ছিঃ করিস
সিস্টেম কে না !
কেন? তাহলে তোদের বদরুল গিরি শেষ হয়ে যাবে!
ধরা পড়লে বদরুল কেন শাস্তি পায়!
অধরা সব বদরুল কেন বিচার চায় !
কেন বদরুলের পরিচয় নিয়ে টানাটানি হয়!
এই তোরাই তো সব করিস !
তাই বলছি,কিছু হবে না রে,হবে না!
বদরুলের কিছু হবে না ।
সরকারে বদরুল,দরকারে বদরুল
তদবিরে বদরুল,আইনে বদরুল
বদরুলই যেন দেশ আর
খাদিজা ডোমের সামনের লাশ
কাঁটা ছেড়া করে সাহস বাড়িয়ে আরও
বদরুলের জন্ম দেয়ার গর্ভ!
আর তোরা ! বাঁকের ভাইয়ের নাটকের দর্শক
অথবা রূপনগর নাটকের !
কিচ্ছু হবে না রে,কিছু না,কিছুই হবে না!
বিষয়: বিবিধ
৮৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন