প্রার্থনা
লিখেছেন লিখেছেন তরবারী ০৮ অক্টোবর, ২০১৬, ০১:৫০:১৯ রাত
সময়ের পর সময় যাচ্ছে
দিনের পর দিন
মরণের ঊষা আসছে ঘনিয়ে
জমা কত শত ঋণ।
কত শত পাপ,লোভ লালসা
গুনাহের বোঝা ভারী
আরশিনগরের খরস্রোতা
কেমনে দিবো পারি!
আকাশ কালো,জীবন আঁধার
আলোর নাই যে দেখা
জীবন তরী চলে হেলে দুলে
মাঝি যে বড় একা
সঠিক পথের দিশাহারা জীবন
হিসেব যে বড্ড ভারী
মাফ করে দাও হে দয়াময়
করুণা দাও গো ভরি।
আমার জীবন,আমার মরণ
সবই তোমার তরে
পাড় করে দাও প্রভু তুমি
তোমার রহম ঝড়ে।
কবরের আঁধার,পুণ্য ছাড়া
জ্বলবে না যে বাতি
প্রভু তোমার চাই গো ক্ষমা
আমি যে দিবা রাতি।
বিষয়: বিবিধ
৮৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন