পর্দার নামে গোস্তাকি

লিখেছেন লিখেছেন তরবারী ০৪ অক্টোবর, ২০১৬, ০৪:৫০:০৬ বিকাল

পর্দার নামে বোরখা নিয়া হচ্ছে কত ফ্যাশন

মানছে নাকি তারাই ইসলামের অনুশাসন

ত্যাড়া বোরখা,ছিঁড়া বোরখা,কাঁটা,ফাড়া,চিপা

কাটিং কুটিং এদিক সেদিক দেয়া কিছু ঢিফা।

ক্যামেল মাথা,মেইল পাতা,রঙ্গের কত বাহার

বোরখা ছাড়া মাইয়ার চেয়েও সে যে বড় আহার।

আটা ময়দা মুখ মেখে,লিপিস্টিকে সং সাজায়

সিগন্যাল দিয়ে ফিতনা করে ধর্মের ১২ বাজায়

ফ্যাশন তাদের নিত্য প্যাশন,ধর্মের নামে ঢাল

আরও বেশী নজর কাড়ে,বুকে তুলে তাল।

জরি ফিতা ছাতা মাতা,সানগ্লাস ইয়ে বাপ রে

সবই যদি সমান হয়,ধর্মরে কেন টানিস রে!

কত রঙ্গের ডিজাইন মাগো,দেইখ্যা খায় টাশকি

পর্দার নামে বেহায়াপনা,কেন এই গোস্তাকি!

বিষয়: বিবিধ

৮৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File