মাশরাফি-নেতা আর শিক্ষা
লিখেছেন লিখেছেন তরবারী ০২ অক্টোবর, ২০১৬, ০১:৪৪:৪৫ দুপুর
আজ কারা কারা ক্রিকেট দেখেছেন জানি না,
তবে যারা ক্রিকেট দেখেন না তাদেরকেও বলবো,আজকের খেলাটার রিপ্লে নয় অন্তত মাশরাফির কাছে ছুটে যাওয়া এক ভক্তের এবং সেই ভক্তকে নিয়ে মাশরাফির অনন্য উদাহরণ সৃষ্টির ভিডিও ক্লিপিংস টা।
প্রথমত মাশরাফি কে আপনারা কম বেশী সবাই চিনেন।সে একজন খেলোয়াড় এর পাশাপাশি একজন নেতা।শুধু তাই নয় তিনি খেলাকে কোন মানদণ্ডে বিচার করেন সে কথাও হয়তো আপনাদের কারো অজানা না।
তাই তিনি জানেন খেলার প্রতি মানুষের ভালোবাসা আর প্রত্যাশা।
সেখান থেকে সবাই যেমন খুব চাপে থেকে নিজেকে অপ্রস্তুত রাখে,মাশরাফি ঠিক সে রকম নয় আবার নেতৃত্ব পেয়ে অহংকারের চুড়ায় বসে থাকা অন্য মানুষদের মত নয়।
সেই সাথে নেতা কিভাবে কেমন করে মানুষের পাশে থাকবে,কতটুকু দায়িত্ববান হবে তার উদাহরণ ও সৃষ্টি করে দিয়েছেন।
ভক্তকে বুকে জড়িয়ে নিয়ে তাকে নিরাপত্তা কর্মীদের হাত থেকে রক্ষার নিবেদনটুকু করতেও ভুলে যাননি।বিরক্ত মনে মনে হয়েছিলেন কি না জানি না,তবে অধস্তন দের কে কিভাবে আগলে রাখা উচিত তাই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি।
বাংলাদেশের প্রত্যেক দলের নেতাদের এ থেকে শিক্ষা নেয়া উচিত।
নেতা মানে ভিনগ্রহের কেউ না,আবার এক গ্রহের ভেবে শুধু বুকে জড়িয়ে ধরা না।
আশেপাশের ময়লা থেকে টেনে তুলে আনাই নেতার কাজ।আর এই জন্যই সে নেতা আর অধস্তন রা তার পানে তাকিয়ে তার ভরসায় তাকে সমর্থন দিয়ে যায়।
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন